Rachna Banerjee: ভোট দিয়ে বেরিয়েই আসল কথা উগড়ে দিলেন রচনা, খিলখিলিয়ে হেসে বললেন 'প্রাধান্য কমবে না..'
Rachana Banerjee aftervote: প্রথমবারের মতো রাজনীতির ময়দানে পা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে তাঁকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা কম হয়নি। বরং কোনও কিছুই তিনি পাত্তা দেননি। ৪ তারিখের দিকে তাকিয়ে বসে রয়েছেন দিদি নম্বর ওয়ান।
Rachana Banerjee aftervote: প্রথমবারের মতো রাজনীতির ময়দানে পা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে তাঁকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা কম হয়নি। বরং কোনও কিছুই তিনি পাত্তা দেননি। ৪ তারিখের দিকে তাকিয়ে বসে রয়েছেন দিদি নম্বর ওয়ান।
rachana banerjee-loksabha election: দুপুরে ভোট দিলেন রচনা
ভোট দিলেন রচনা বন্দোপাধ্যায়। নিজের মত দান করে হাসিমুখে বুথ থেকে বেরলেন রচনা। হাতে ভোটার কার্ড, ভিকট্রি সাইন দেখালেন তিনি।
Advertisment
এবার তিনি হুগলি লোকসভার প্রার্থী ছিলেন। প্রথমবারের মতো রাজনীতির ময়দানে পা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে তাঁকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা কম হয়নি। বরং কোনও কিছুই তিনি পাত্তা দেননি। ৪ তারিখের দিকে তাকিয়ে বসে রয়েছেন দিদি নম্বর ওয়ান।
তবে, রচনাকে এদিন দেখা গেল বেশ খুশির মেজাজে। সাদা নয়, নীল রঙের পোশাক ভোট দিতে এলেন। তাঁর ভোট দিতে অসুবিধা হয়নি তো? অভিনেত্রী এবং তারকা প্রার্থী জানালেন, খুব একটা ভিড় এবং অসুবিধা তাঁর হয়নি। বললেন, সকালের দিকে যেহেতু খুব লাইন হয়, খুব ভিড় হয় তাই দুপুরের দিকটাই বেছে নিলাম। বলেই হাসি দিলেন তিনি।
Advertisment
এখানেই শেষ নয়। রাজনীতির পাশাপাশি দিদি নম্বর ওয়ান কিন্তু ভুললেন না তিনি। তাঁর জীবনে কোনটার প্রাধান্য সবথেকে বেশি সেকথাও জানিয়ে দিলেন। বললেন...
"এটাই মানুষের ভালবাসা। দিদি নম্বর ওয়ান কোনোদিন ২ হবে না। সেটা ১ থাকবে। আমি তো এটাই বলতে চাই, যে প্রাধান্য কোনোদিন কমবে না দিদি নম্বর ওয়ানের। সেটা যেমন গুরুত্বপূর্ন তেমনই থাকবে।"
উল্লেখ্য, টেলিভিশনের এই শোয়ের মাধ্যমেই বেশি জনপ্রিয়তা পান তিনি। সিনেমার পাশাপাশি আজ তার পরিচয় দিদিও। এমনকি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই রিয়ালিটি শোয়ে, সেদিন থেকেই সকলের মনে গুঞ্জন ছিল। আর সেটাই পরে সত্যি হয়।