/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rachana1.jpg)
rachana banerjee- রচনার সঙ্গে ঠাট্টা রুক্মিণীর!
রচনা বন্দোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত রুক্মিণী মৈত্র? অভিনেত্রী দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে রচনার তারিফ করলেন নাকি তাকে ঠুকে কথা বললেন, সেকথা বোঝা সম্ভব না। দেবের সঙ্গে রচনার দারুণ সম্পর্ক, সেই সূত্রে রুক্মিণীও তাঁর খুব কাছের।
আগামীকাল রিলিজ করছেন জিতের নতুন এবং বাংলার প্রথম সাইফাই ছবি বুমেরাং। তাঁর আগেই রুক্মিণী দিদি নম্বর ওয়ানের মঞ্চে গিয়েছিলেন। অভিনেত্রী সেখানে গিয়ে এমন একটা কথা বললেন, যাতে স্তম্ভিত রচনাও। রুক্মিণী এই ছবিতে ডবল রোলে। আর তাঁর থেকে বেশি ভাইরাল হয়েছে রোবট হিসেবে তাঁর হাসি।
মেয়েদের হাসি নিয়ে নানা কথা সমালোচনা ওঠে। আজকের দিনেও মেয়েদের হাসির বিবেচনা করা হয়। সেখানে রুক্মিণী সোজা বললেন যে তাঁর এই হাসি রচনার থেকে অনুপ্রাণিত! রচনা দিদি নম্বর ওয়ানের মঞ্চে তো বটেই তবে সবথেকে বেশি উনি বোধহয় হেসে দেখিয়েছেন রাজনীতির ময়দানে। তাঁর হাসিকে কতই না বিদ্রুপ করা হয়। আর অভিনেত্রী রুক্মিণী এবার নিজের অট্টহাসির কথা উল্লেখ করেই বললেন..
ছোটবেলায় মা যখন বকা দিত আমি ঠিক এভাবেই হাসতাম। আর এটা তো তোমার হাসির থেকেও অনুপ্রাণিত। এই বলেই রচনা আর রুক্মিণী একসঙ্গে হেসে ফেলেন। আর বাকিদের বুঝতে বাকি থাকে না কী বলতে চাইছেন তিনি।
যদিও, রচনা সাফ জানান যে রুক্মিণী এবং জিৎ দুজনেই তাঁর খুব প্রিয়। এবং ট্রেলার তাঁর দারুণ লেগেছে।