/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/saayoni_092068.jpg)
সায়নী-রচনার নতুন লুক পার্লামেন্টে...
সংসদ ভবনে আজ প্রথম দিন, এর আগেরবার নব্য নির্বাচিত তারকা সাংসদদের নিয়ে যা হয়েছিল সেকথা অনেকেই জানেন। সেই দলে ছিলেন নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। যাদের পোশাক নিয়ে কটাক্ষ করা হয়েছিল।
তবে, এবার আর সেই ঘটনা ঘটেনি। কারণ, এবার ওয়েস্টার্ন পোশাকে নয় বরং তাদের দেখা গিয়েছে শাড়িতে। আজ পার্লামেন্টে নব্য নির্বাচিত সংসদদের মধ্যে নজর কারলেন রচনা এবং সায়নী ঘোষ। দুজনেই এই প্রথম যাচ্ছেন সাংসদে। তাঁদের শাড়ি নিয়ে নানা আলোচনা হল।
রচনার শাড়ি দেখে চমকাতে হয়। কেন? সবুজ রঙের শাড়ি পরে, চোখে চশমা রচনা প্রথমবারের জন্য দেখলেন সাংসদ ভবনের চেহারা। রচনার পরণের শাড়ি নিয়ে অনেকেই বলছেন, হুগলির ঘাস এবং গাছ দেখার পর এই থিম মাথায় আসা নেহাতই সাধারণ। হুগলির নতুন নির্বাচিত সাংসদকে নিয়ে নানা সময় নানা ট্রোল হয়েছে। কিন্তু, এবার কি তবে নিজের পোশাকের জন্যই তাঁকে বাহবা দিলেন সকলে?
আবার অন্যদিকে রয়েছেন সায়নী ঘোষ। রচনা পড়েছেন সবুজ, আর সায়নী পড়েছেন নীল। গোটা বাংলা জুড়ে উন্নয়নের নীল জোয়ার, আর সায়নী যেন ঠিক তাই উপস্থাপন করলেন। সায়নী এবারের যাদবপুরের সাংসদ।
বলা বাহুল্য, এই দুটি কেন্দ্রেই আগে তারকা সাংসদ ছিলেন। হুগলিতে লকেটকে হারিয়ে সেই জায়গায় এখন রচনা বন্দোপাধ্যায় সাংসদ। অন্যদিকে, যাদবপুরে এর আগে ছিলেন মিমি চক্রবর্তী। সেও বিনোদন জগতের মানুষ। সেখানে এবারের নতুন সাংসদ সায়নী ঘোষ।