/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/rach1.jpg)
Rachana Banerjee- কখনও চুল ওড়ালেন, কখনও মাথা ঝাঁকালেন!
হুগলির উজ্জ্বল সাংসদ রচনা বন্দোপাধ্যায় প্রথম দিন থেকেই আলোচনায় রয়েছেন। তাঁর একটাই কারণ, তিনি যে ধরনের মন্তব্য করছেন, সেই নিয়ে সমালোচনা এবং হাসির খোরাক হয়েছেন তিনি।
কিন্তু, অভিনেত্রী বলেছিলেন রেজাল্টের দিন কথা বলবেন। আর জিতেও সেটাই প্রমাণ করলেন তিনি। হুগলি জেলার নতুন এমপি, তিনি। পার্লামেন্টে গিয়ে প্রতিদিন নিত্য নতুন শাড়িতে তাঁকে দেখা গিয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে সেলফি নিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার ...
রচনার নাচের ভিডিও অনেকদিন ধরেই ভাইরাল হয়। অভিনেত্রী, কখনও জামাল কুদু গানে নেচেছেন, কখনও বন্ধুদের সঙ্গে একত্রে নেচেছেন। আর এবার ভিকি কৌশলের স্টেপে পা মেলালেন। যেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তওবা তওবা গানে ভিকি যে ঝড় তুলেছেন, সেই থেকে বাঁচার উপায় নেই। আর এবার রচনা যা করলেন...
কখনও চুল ওড়ালেন, কখনও মাথা ঝাঁকালেন! নাচার চেয়ে বেশি যা এক্সপ্রেশন দিলেন তাতে থমকে গেলেন বেশিরভাগ। অভিনেত্রীর নাচ দেখে অবাক সকলে। একের পর এক মন্তব্যে যা বললেন তাঁরা...
কেউ বললেন, আমাদের মাননীয়া এমপি যা দেখালেন। আবার কেউ বললেন, হুগলির জনগণ সত্যিই খুশি। আবার কারওর কথায়, ভোটে জিতিয়েছে মানুষ এসব দেখবে বলেই তো। আবার কারওর হাসি থামছে না। তাঁরা বলতে লাগলেন, দিদি কি স্টেপ ভুলে গিয়েছেন বলে এরম করছেন? আবার কেউ তাঁকে রাক্ষসী বলেও সম্বোধন করলেন।
একদিকে তিনি যেমন রাজনীতির ময়দানে পা রেখেই জানিয়েছেন সবে শুরু করেছেন। আস্তে আস্তে কাজ শুরু করবেন, সকলের সাহায্য প্রার্থনা করেছেন তিনি। আবার অন্যদিকে, তিনি এও জানিয়েছেন দিদি নম্বর ওয়ান ছেড়ে কোনোদিন বেরোতে পারবেন না। সবার আগে এই শো, তারপর সব কিছু।