/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/rc.jpg)
Rachana Banerjee: আবারও খাওয়াদাওয়া নিয়ে বিতর্কে রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ নেই। কারণ, এই প্রথমবার তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। হুগলি লোকসভা থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি। কিন্তু, অভিনেত্রী যা কান্ড করছেন তাতে, তিনি বেশ শিরোনামে।
কখনও, অতিরিক্ত ধোঁয়া দেখছেন আবার কখনও দই খেয়ে তিনি আপ্লুত। হুগলির গাছপালা এবং গরুর প্রশংসায় ব্যস্ত তিনি। রাজনৈতিক কোনও বক্তৃতা দিতে তাঁকে দেখা না গেলেও নানা কিছু তিনি বলছেন। কখনও অতিরিক্ত মুখ ব্যাঁকাচ্ছেন আবার কখনও, অদ্ভুত আচরণ করছেন। ফলেই, ট্রোল হচ্ছেন রীতিমতো।
এবার আরেকবার ভাইরাল রচনা :-
অভিনেত্রী, সহজ করেই কথা বলছেন। তাঁর মনে কোনও প্যাঁচ নেই যেন। কিন্তু, এসব কথা তাও একজন রাজনীতিবিদের মুখে যেন ভাবতে পারছেন না নেটিজেনরা। কিছুদিন আগে গরমে দই খাওয়ার কথা বলেই তিনি ফেঁসেছিলেন। আর এবার, আলুর দম!
জীবনে আলুরদম খাননি তিনি?
অভিনেত্রী, খাওয়াদাওয়া নিয়েই ব্যস্ত রয়েছেন। আর এবার তিনি সাফ জানালেন আলুর দম এই প্রথমবার খেয়েছেন! তাই তাঁর ভালই লেগেছে। কিন্তু, এর সঙ্গে যে হাসিটা তিনি হেসেছেন, তাতে নানা আলোচনা। কেউ কেউ তো রেগে আগুন তাঁর এই কান্ড দেখে।
অভিনেত্রীর হাসি দেখে তোলপাড় নেটপাড়া। তাঁরা বলছেন, এত ন্যাকামো? আবার কেউ বলছেন, রাজনীতিবিদ নাকি ভুত - বোঝা দায়! আবার কেউ বললেন, খাবার দাবার ছেড়ে এবার কাজে আসুন তো!