Advertisment

Rachana Banerjee: 'উনি তো প্রেমিক মানুষ..', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কেন আক্ষেপের শেষ নেই রচনার?

Rachana-Prosenjit: অভিনেত্রীর সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। প্রায় ৪০টা ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তুমি যে আমার নামক একটি রিয়ালিটি শোয়ে সঞ্চালনা করেছেন একসঙ্গে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rachana Banerjee once shared if Prosenjit was ever interested to her tollywood news

Rachana-Prosenjit: বুম্বাদা-কে কী বললেন রচনা?

উনার একবারও এমন হল না? রচনা বন্দোপাধ্যায় সোজা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর আক্ষেপের কথা। কী এমন করেছিলেন বুম্বা দা, যে রচনার আজও আক্ষেপ হয়?

Advertisment

অভিনেত্রীর সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। প্রায় ৪০টা ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তুমি যে আমার নামক একটি রিয়ালিটি শোয়ে সঞ্চালনা করেছেন একসঙ্গে। তবে, রচনার তাঁর পছন্দের মানুষটি তথা হিরোকে নিয়ে যে অজানা দাবি রয়েছে, সেকথা প্রকাশ্যে জানিয়েছিলেন। রচনার সঙ্গে প্রসেনজিতের বন্ধুত্ব কিন্তু দেখবার মত, তবে দিদি নম্বর ওয়ান একবার বলেছিলেন...

অপুর সংসারে এসেই রচনাকে বলতে শোনা গিয়েছিল, প্রসেনজিৎ কোনোদিন তাঁর সঙ্গে প্রেম করার কথা ভাবলেন না কেন? এতগুলো হিট ছবি, নায়ক নায়িকা এতগুলো ছবিতে, তারপরেও মনে হল না? রচনাকে বলতে শোনা যায়... "কোনোদিন ওনার মনে হয়নি, যে আমার সঙ্গে প্রেম করা যায়? প্রেমিক মানুষ তো.. একটু হাত ধরবে, ভাল ভাল কথা বলবে, এগুলো মনে হয়নি?" এটুকু বলেই তিনি শাশ্বত চট্টোপাধ্যায়কে জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই প্রশ্নগুলো করতে।

যদিও, এই প্রশ্ন কোনোদিন করা হয় ওঠেনি। বরং, শেষ বছর প্রসেনজিতের জন্মদিনেও রচনা গিয়েছিলেন তাঁর বাড়িতে। সেখানেও তাঁকে জড়িয়ে ধরেন ছবি তোলেন রচনা। আর এবার তো, একসঙ্গে মহানায়ক পুরস্কারে ভূষিত হন তিনি। দেবের সঙ্গে কাছের মানুষ ছবির প্রমোশন উপলক্ষেও রচনার শোয়ে এসেছিলেন তিনি। সেখানেও দুজনের মধ্যে যে গভীর বন্ধুত্ব সেটা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, এবার তিনি প্রথম লোকসভা নির্বাচনে পা রাখেন। এমনকি লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি জয়ী হন। বর্তমানে হুগলির নানা জায়গা তিনি পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাঁর পাশাপাশি, দিদি নম্বর ওয়ানের মঞ্চ কাঁপিয়ে চলেছেন তিনি। যদিও, এই মঞ্চ তিনি ছাড়তে পারবেন না, সেটা আগেই জানিয়েছিলেন।

tollywood prosenjit chatterjee Rachana Banerjee Entertainment News
Advertisment