Advertisment
Presenting Partner
Desktop GIF

Rachana Banerjee: 'লজ্জা ঘেন্না নেই এদের...', প্রিয় দিদির কাছ থেকে ভরা সভায় ধমক খেলেন রচনা, তারপর?

Rachana Banerjee - Mamata Banerjee: গতকাল নাচে গানে উৎসবে মাতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে গতকাল যা হল, তারপর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata rachana

Rachana-Mamata: রচনাকে প্রকাশ্যেই ধমক দিলেন মমতা

গতকাল কার্নিভাল বনাম কার্নিভালের লড়াই দেখেছে গোটা রাজ্য। রেড রোডে যখন, পুজোর বিসর্জনের বিশেষ কার্নিভালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ঠিক তখনই দু মিনিট দূরে দ্রোহের কার্নিভালে উপস্থিত হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। কিন্তু কার্নিভালে গতকাল যা দেখা গেল...

Advertisment

অভিনেত্রীদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এর আমন্ত্রণে পৌঁছেছিলেন সেখানে। তাঁর মধ্যে নব্য নির্বাচিত সাংসদদের অনেকেই ছিলেন। যেমন জুন মালিয়া, রচনা বন্দোপাধ্যায়, সায়নী ঘোষ এছাড়াও নুসরত, সোহম চক্রবর্তী কিংবা সৌমিতৃষা তাঁকেও দেখা গিয়েছে। কার্নিভাল মানেই মুখ্যমন্ত্রী আনন্দ উপভোগের পাশাপাশি, নিজেও একটু নাচ গান করবেন।

গতকাল হলো তাই। মুখ্যমন্ত্রীকে দেখা গেল, সকলকে একসঙ্গে নিয়ে নাচতে। একসময় যখন তিনি হাত দুলিয়ে সকলের সঙ্গে নাচতে শুরু করলেন। ঠিক তাঁর পরের মুহূর্তেই, যে ভিডিও ভাইরাল হল, তাতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মুখ্যমন্ত্রীর দুইপাশে দুই সাংসদ। একদিকে জুন অন্যদিকে রচনা। দিব্যি ডান্দীয়া খেলতে দেখা গেল তাঁকে। কিন্তু...

জুনের সঙ্গে ডান্দীয়া খেলতে খেলতেই তাঁকে দেখা গেল রচনার দিকে ফিরে কিছু বলতে। একটা সময় পর তো দিদি নম্বর ওয়ানকে রীতিমতো বকা দিলেন তিনি। ধমকের সুরে কিছু একটা বললেন পর্যন্ত। তারপর ফের রচনার সঙ্গে নাচতে শুরু করলেন। আর এই দৃশ্য যখন ঘটে, তখন বেশ অপ্রস্তুতে পড়েন রচনা। কিছুক্ষণ চুপ হয়ে যান। কিন্তু মুখ্যমন্ত্রীর কথার খেলাফ হলেন না তিনি।

উল্লেখ্য, এই দৃশ্য দেখেই কেউ কেউ হেসে গড়িয়েছেন, আবার কেউ কেউ বলছেন, পিসি তো গুজরাটি হয়ে গেল, মোদি প্রেমী। আবার কেউ বলছেন, আর কত নিচে নামবেন? আয়নায় মুখ দেখাতে লজ্জা হয় না? আবার কেউ বললেন, আমি বাকরুদ্ধ। আবার, কারওর কথায়, লজ্জা ঘেন্না নেই এনাদের অভিধানে। আবার কেউ ধিক্কার জানিয়ে এও বললেন, বেহায়া পনা করার একটা লিমিট থাকে।

 

tollywood CM Mamata banerjee Durga Puja Carnival 2024 Rachana Banerjee
Advertisment