দিল্লিতে নতুন সংসদ ভবনে পৌঁছেই ছবি তুলছেন রচনা বন্দোপাধ্যায়। আর তাঁকে সাহায্য করতে কে এগিয়ে এলেন? সংসদ হওয়ার পর তাঁর দিন ভালই কাটছে।
অভিনেত্রী হিসেবে এতদিন মনোরঞ্জন করেছেন। তারপর দিদি নম্বর ওয়ানের কথা উল্লেখ না করলেই নয়। তবে, এবার তিনি হুগলির নব নির্বাচিত সংসদ। লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি এই পদ পেয়েছেন। আর আপাতত, দিল্লিতে নতুন সংসদ ভবন উপভোগ করছেন তিনি। একদম, প্রথম দিন, সবুজ রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন তিনি।
তারপর, থেকে একেকদিন একেক সাজে এবং শাড়িতে। আজও রচনা সংসদ ভবনে নিজের ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। কিন্তু তারপরেই ঘটল সেই ঘটনা। রচনার ছবি তুলতে এলেন খোদ রাহুল গান্ধী। সেই ছবির নেপথ্যের গল্প শেয়ার করেছেন রচনা বন্দোপাধ্যায়। অভিনেত্রী বলছেন..
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে এই ছবি তিনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর, রচনা গল্পের ছলে বললেন, "আমি তো নিজেই নিজের একটা ছবি তুলছিলাম। তারপর, উনি এসে বললেন, দিন আমি আপনার একটা ছবি তুলে দি। ব্যক্তিগত স্তরে তাঁকে চিনি না। কিন্তু, আমার তো খুব মাটির মানুষ বলে মনে হল তাঁকে।"
পুরোনো পার্লামেন্ট ভবন কেমন তা জানেন না রচনা। নতুন সংসদ ভবনটিকে ভাল করে যেমন দেখছেন, তেমনই কাজ নিয়েও তাঁর বেশ মাথা ব্যাথা রয়েছে। তাই তো প্রকাশ্যে তিনি বললেন...
"শুধু তো ছবি তুললে হবে না। কাজটাও করতে হবে। চেষ্টা করব হুগলির মানুষের ভাল করার। আওয়াজ তুলতে হবে। এলাকার মানুষের ভালর জন্য কাজ করতে হবে। জানি না কতটা সাহায্য পাব। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে।"
উল্লেখ্য, যেদিন থেকে লোকসভার প্রার্থী ঘোষণা হয়েছিল, সেদিন থেকেই রচনা শিরোনামে ছিলেন তাঁর মন্তব্যের কারণে। পাশাপাশি তিনি দিদি নম্বর ওয়ানের শুটিং চালিয়ে যাচ্ছেন।