/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/rach1.jpg)
Rachana banerjee: কেন ছুটি নেই রচনার?
একসময় সিনেমা তার পাশাপাশি যাত্রাও করেছেন তিনি। তবে, আজ বহুবছর ধরে তাঁর সবথেকে বড় পরিচয় তিনি দিদি নম্বর ওয়ান। বাংলার নারীদের এক অনন্য মঞ্চ দিয়েছেন তিনি।
এই প্রথম সাহস নিয়ে রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন তিনি। তারপরই বিরাট ক্ষমতার অধিকারিণী হলেন। নির্বাচনে জিতে হুগলি লোকসভার সংসদ তিনি। তারপরই গেলেন হুগলি ব্যান্ডেল শহরের অন্যতম জনপ্রিয় মন্দিরে পুজো দিতে। সেখানে গিয়েই নানা বিষয়ে মুখ খুললেন তিনি।
সংসদ হয়েছেন যখন তখন তো কাজ করতেই হবে। ভবিষ্যতে কী কাজ করতে চলেছেন তিনি এই বিষয়ে জানান, কাজ তো এখনও শুরু হয়নি। বরং তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। তাদের সঙ্গে কথা বলেছেন। এবার শুরু হবে কাজ।
কিন্তু আর যাই হোক, দিদি নম্বর ওয়ানের মঞ্চে তাঁর উপস্থিতি থাকবেই! বিশেষ করে হুগলির মানুষদের জন্য তাঁকে দিদি নম্বর ওয়ান করতে হবে এমনটাই জানিয়ে দিলেন। সোজাসুজি প্রকাশ্যে বললেন, "আমি যদি দিদি নম্বর ওয়ান না করি, তাহলে হুগলির মানুষ আমায় কেটে ফেলবে। মানে আমার সঙ্গে যে কী করবে, সেটাই আমি জানি না।"
উল্লেখ্য, ভোট দিয়ে বেরিয়েই রচনা বলেছিলেন দিদি নম্বর ওয়ান কোনোদিন দ্বিতীয় হবে না। সেটা প্রথম থাকবে।