সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন রচনা বন্দোপাধ্যায়। তারপর থেকেই তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা বিবাদ। কেউ কেউ তো তাঁকে নিয়ে হাসিঠাট্টা করছেন। তবে, নায়িকা সেও আবার রাজনীতির ময়দানে ভাবনাও অনেকের কাছে বেশ অদ্ভুত ধরনের।
Advertisment
কিন্তু, রচনা সেই প্রথম দিন শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েই বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন। রোদে পুড়ে কিংবা জলে ভিজে শুটিং করেছেন। সেই মানুষের কাছে আর এসব নতুন নাকি? অভিনেত্রী পুরনো দিনের সেসব কথা মনে করলেন। তখন যেভাবে শুটিং হত, এখন সম্ভব না। ভ্যানিটি না থাকলে, আলাদা মেকাপ রুম না থাকলে এখন অশান্তি হয়।
রচনার কথায়, "রোদে পুড়ে, জলে ভিজে একসময় শুটিং করেছি। এখন তো নায়িকারা ভ্যানে বসে থাকে। ভ্যান থেকে নামছে, শট দিচ্ছে। ১৫ জন ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সময় এসব হত না। আমরা গাছের নিচে শাড়ি পাল্টেছি। গাছের নিচেই বসে খেয়েছি আর বৃষ্টিতে নেচেছি। এসব আমাদের সব শেখা।"
উল্লেখ্য, দীর্ঘ এতগুলো বছর তিনি জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসেবে পরিচিত। তাঁর আগে অবশ্যই সিনেমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। আবার, উড়িষ্যার ছবিতেও তিনি খুব পরিচিত তথা জনপ্রিয় মুখ।
এতবছর পর, মুখ্যমন্ত্রীকে দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেখেই যেন সকলে আন্দাজ করেছিলেন যে রচনা আসছেন রাজনীতিতে, আর হলও তাই। হুগলি লোকসভায় তিনি প্রার্থী। কানাঘুষো খবর, তিনি রাত্রে দিদি নম্বর ওয়ানের শুটিং করছেন। তাঁর দায়িত্ব ভুলতে নারাজ অভিনেত্রী।