রচনা যতই লোকসভা নির্বাচনে ব্যস্ত থাকুন না কেন, দিদি নম্বর ওয়ান থেকে তাঁর ছুটি নেই। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁকে বেশি লোক চেনেন দিদি নম্বর ওয়ানের সূত্রে। কিন্তু কেন, তিনি এই শো ছেড়ে বেরোতে পারেন না?
অভিনেত্রী হওয়ার পাশাপাশি এখন তাঁর পরিচয় তিনি দিদি নম্বর ওয়ান। তাঁর সঙ্গে রাজনীতির ময়দানে তিনি পা রেখে ফেলেছেন। হুগলি লোকসভা থেকে প্রার্থী তিনি। ৪ তারিখের পর ভাগ্য নির্ধারণ হবে এবার। তবে, এতকিছুর পরেও দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে ছুটি মেলে না তাঁর। এর পেছনে রয়েছে নানা কারণ।
অনেকবছর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সেসব কথা। রচনার জায়গায় একবার জুন মালিয়া আরেকবার দেবশ্রী রায় এসেছিলেন দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজে। যদিও তাতে লাভ হয়নি। বরং মানুষ বারবার রচনা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছেন এই জায়গায়। কিন্তু কেন?
আরও পড়ুন - Nick-Priyanka: শাশুড়িকে ঘুষ দিয়েছিলেন নিক! ‘ও খুব কঠিন-শান্ত…’, যে কারণে গলে গেলেন প্রিয়াঙ্কার মা
উত্তরে রচনা বলেছিলেন, মানুষ আমার সঙ্গে নানা দুঃখ কষ্ট শেয়ার করে অভ্যস্ত। তাঁরা আমায় ভীষণ ভালবাসেন এবং পছন্দ করতেন। সেই কারণেই একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। অভ্যাসের বশে হয়তো বা আমায় খুঁজতেন। তাই, আমি ছাড়া এই শোয়ের গতি নেই।
উল্লেখ্য, দিদি নম্বর ওয়ান বাংলার রিয়ালিটি শো হিসেবে বেশ জনপ্রিয়। এই মঞ্চে হাজারো সাধারণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হাজির হয়েছিলেন। তারপর থেকেই আলোচনা তুঙ্গে। অভিনেত্রী যে রাজনীতির ময়দানে যাচ্ছেন সেদিন থেকেই জেনে গিয়েছিলেন সকলে।