Advertisment

Rachana Banerjee: তলানিতে 'দিদি নম্বর ওয়ানের' TRP! আরজি করের জন্য 'কান্নাই' কি কাল হল রচনার?

Rachana Banerjee show: দিদি নম্বর ওয়ানের টিআরপি কমেছে ভয়ঙ্কর ভাবে। রচনা বন্দোপাধ্যায় কি তবে রাজনীতিতে যোগ দিতেই এত অবনতি? প্রশ্ন উঠছে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Rachana Banerjee stated after she became Loksabha mp from TMC got trolled brutally

Rachana Banerjee-CM: রচনার শোয়ের টিআরপি কমছে হু হু করে...

Didi No One-Rachana Banerjee: হু হু করে কোমল টিআরপি। দিদি নম্বর ওয়ান যেই শো এতবছর ধরে মানুষের মনোরঞ্জন করে আসছে, সেটা নিয়েই এবার শুরু হয়েছে আলোচনা। প্রায় এক দশকের বেশি সময় ধরে এই শো চলছে। তাঁর পাশাপাশি, এই শোয়ের জনপ্রিয়তা কমার নয়।

Advertisment

কিন্তু বর্তমানে এই শোয়ের টিআরপি কমেছে। এতটাই, মারাত্মক মাত্রায়, যে আতঙ্ক হওয়ার মতো। বাংলার দিদিদের সুখ দুঃখের গল্প, বলা হয় এই শোয়ে। তাঁর সঙ্গে তারকা দিদিরাও আসেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এসেছিলেন এই শোয়ে। সেই শোয়ের টিআরপি তলানিতে গিয়ে ঠেকেছে।

কত কমেছে টিআরপি?

জানা যাচ্ছে, সপ্তাহের দিদি নম্বর ওয়ান পেয়েছে, ২.১। অন্যদিকে রবিবারের স্পেশ্যাল দিদি নম্বর ওয়ান পেয়েছে ৪ রেটিং। অভিনেত্রী সমাজ মাধ্যমে চর্চায় থাকেন নিজের মন্তব্যের কারণে। বিশেষ করে, দিদি নম্বর ওয়ান হিসেবেই তিনি পরিচিত। বাংলা ছাড়াও, বিহার - উড়িষ্যার বুকেও রচনা তুমুল জনপ্রিয়। তাহলে কারণ কী?

এই সিজনে দিদি নম্বর ওয়ানের প্লট, খেলার ধরণ পাল্টেছে। কিন্তু, রচনা বন্দোপাধ্যায়ের দায়িত্ব এখন বিরাট। কারণ, তিনি হুগলি লোকসভার সংসদ। লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। কিন্তু, রচনা যে রোষানলে পড়েছেন সেকথা অস্বীকার করা যায় না। রাজনীতিতে যোগ দিতেই রচনার একেকটি মন্তব্য, ভাইরাল হতে শুরু করে। তারপর শুরু হয়, সমালোচনা ও টিপ্পনি।

আরও পড়ুন  -   Pawan Kalyan: 'সনাতন ধর্ম রক্ষা বোর্ড গঠন হোক...', তিরুপতি বালাজির প্রসাদে পশুর চর্বি! ক্ষোভে ফুঁসছেন পবন কল্যান

রচনার রাজনীতিতে যোগ কি তবে বিরাট ক্ষতি করে দিল এই শোয়ের? বেশিরভাগের ধারণা একেবারেই তাই। কারণ, যে তারকা এত ভালবাসা পেয়ে এসেছেন, তাঁর আবার নতুন করে রাজনীতিতে জড়ানোর বিষয়টিকে অনেকেই ভালভাবে দেখেননি। তাঁর মধ্যে শাসকদলের সদস্য তিনি। বর্তমান রাজ্য পরিস্থিতি ঠিক কেমন, সেকথা বলে বোঝানোর নেই। সেই কারণেই আবার প্রভাব পড়ছে না তো?

উল্লেখ্য, দিদি নম্বর ওয়ানের মঞ্চ একসময় সামলেছেন জুন মালিয়া এবং দেবশ্রী রায়। তাঁর পাশাপাশি, রচনার বাবা মারা যাওয়ার পর কিছুদিন অন্য সঞ্চালককেও দেখা যায়।

CM Mamata banerjee CM Mamata Rachana Banerjee Didi No 1
Advertisment