উনি নাটক করছেন, চোখে গ্লিসারিন ঢেলেছেন, উনার চোখের কাজল আছে...', রচনা বন্দোপাধ্যায় যেদিন থেকে আর জি কর কাণ্ডে মুখ খুলেছেন, দোষীদের শাস্তি দাবি করেছেন কিংবা, এক সমাজে আর কোনও মেয়ে নিরাপদ নয়, একথা বলতে শুরু করেছেন, সেদিন থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রোল।
অভিনেত্রী, যিনি বর্তমানে হুগলি লোকসভার সংসদ, তাঁকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছিল যেদিন থেকে তিনি রাজ্যের শাসকদল, তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন। দিদি নম্বর ওয়ান প্রসঙ্গত, নানা কিছুতে তাঁকে কথা শোনানো হয়েছে। আর এই কাণ্ডে, তো তাঁর ভিডিও ভাইরাল হতেই নানা গুঞ্জন। রচনা ও ঋতুপর্ণা দুই অভিনেত্রীকে নিয়ে রাগে ফুঁসছেন গোটা বাংলা।
রচনা বন্দোপাধ্যায়, এবার এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। তিনি এই বর্তমান পরিস্থিতিতে তাঁকে নিয়ে কেন আলোচনা হচ্ছে, এটাই বুঝতে পারছেন না। তাঁর কথায়, "আমি যেদিন থেকে তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু করেছি, সেদিন থেকেই ট্রোলের শিকার হয়েছি। তাতে আমার কিছু যায় আসে না। তবে, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা মন থেকে ছিল। আমি যেহেতু শিল্পী, তাই অনেকেই ভাবে আমি নাটক করি। চোখের জলকে গ্লিসারিন ভাবে। অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার বুকে। কিন্তু মানুষ অপর জনকে ট্রোল করছে। আমাদের তাঁর পরিবারের পাশে থাকা উচিত।"
আরও পড়ুন - Ritwick Chakraborty-RG kar: ‘পায়ে পায়ে হাতের পুতুল..’, মিছিলে কারা এমন হাঁটলেন? বিস্ফোরক ঋত্বিক
রচনা নিজের পাশাপাশি টানলেন ঋতুপর্ণার প্রসঙ্গ। তিনিও শঙ্খ বাজানোর দরুন, যেভাবে কথা শুনছেন এতেই আপত্তি রচনার। অভিনেত্রী সংসদের কথায়, "ঋতুকেও লোকে যা নয় তাই বলছে। আমার চোখের কাজল নিয়ে কথা বলছে। মানুষের এত সময়? আমার বাবা এত সময় নেই। আমি একজন সংসদ হিসেবে পথে নেমেছি, এবং দোষীদের বিচার চাই। ফাঁসি চাই।"
প্রসঙ্গত, চুঁচুড়ায় প্রতিবাদে নেমেছিলেন রচনা বন্দোপাধ্যায়। কলকাতায় তাঁকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে পা মিলিয়ে প্রতিবাদ করতে।