Rachna Banerjee-Triveni Sangam: শুধু কি প্রয়াগ রাজে চলছে কুম্ভ? একেবারেই না! এখন তো দেশের অন্যান্য সঙ্গমে চলছে শাহী স্নান। তাঁর মধ্যেই হুগলির ত্রিবেণী সঙ্গম অন্যতম। গতকাল, আজ এবং আগামীকাল তিনদিন এখানে আয়োজন করা হয়েছে। সেখানেই আজ গিয়েছিলেন হুগলির সংসদ রচনা বন্দোপাধ্যায়।
গতবছর লোকসভা নির্বাচনে তিনি হুগলি জেলার বিজয়ী সংসদ হিসেবে মসনদে বসেন। এবং তাঁকে নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই সমালোচনা হয়েছে। কিন্তু তিনি তোয়াক্কা না করে দিব্যি নিজের মতো কাজ করে চলেছেন। তাঁকে দেখা গিয়েছিল, মহা কুম্ভেতে গিয়ে ডুব লাগাতে। সেখানে গেরুয়া রঙের পোশাক পড়ে স্বর্গীয় বাবার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। তাঁর সঙ্গে সঙ্গে যোগী সরকারের প্রশংসা করে বেশ কিছু বলেছিলেন তিনি।
কিন্তু, ত্রিবেণী গিয়ে তিনি কী বলছেন? হুগলি জেলার এই সঙ্গমে গিয়ে তিনি স্নান করেননি। বরং আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে সেই সঙ্গমে গিয়ে কেবল মাথায় জল ছিটিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে এও জানিয়েছেন, মহাকুম্ভতে স্নান করেছি, এখানে আর করলাম না। শুধু মাথায় জল ছিটিয়ে নিলাম। যেখানে যোগী রাজ্যে তিনি গেরুয়া পরে গিয়েছিলেন, সেখানে দিদির রাজ্যে তাঁরই প্রতিনিধিকে দেখা গেল সবুজ রঙের শাড়িতে। তাহলে কি সবটাই ভেবে করেছেন তিনি?
অভিনেত্রী জানিয়েছেন, এরকম কোনো ব্যাপার নেই। আমি কালার থেরাপি করি। যেহেতু বুধবার দিন, তাই আমি সবুজ পড়েছিলাম। তাঁর সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা প্রসঙ্গেও মুখ খুললেন তিনি। ত্রিবেণী সঙ্গমে কেমন ব্যবস্থা, সেই নিয়েই রচনা বন্দোপাধ্যায় বলছেন...
"জেলার মানুষের এত ভালবাসা, সঙ্গে বঙ্গের মানুষের ঈশ্বরের প্রতি এত ভক্তি, সেটাই তো দারুণ। ভীষণ সুন্দর আয়োজন করা হয়েছে এখানে। দারুণ ব্যবস্থাপনা। এটাই আমাদের ভক্তি তো।"