ভয়ঙ্কর বিতর্ক! কারণ? বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বর্য রাইকে নিয়েই এমন এক নোংরা মন্তব্য করলেন তামিল অভিনেতা রাধা রবি, যে চমকে যেতে হয়।
বেশ কিছুদিন ধরেই চর্চায় ঐশ্বর্য। অভিনেত্রীর সঙ্গে নাকি তাঁর শ্বশুরবাড়ির সকলের সম্পর্ক ক্রমাগতই জটিল দিকে যাচ্ছে। একে অপরের থেকে নাকি মাইল মাইল দূরত্ব বেড়ে চলেছে। এরইমধ্যে নতুন বিতর্ক। সৃষ্টি করেছেন তামিল অভিনেতা রাধা রবি। তথাকথিত, যারা ভিলেনের চরিত্রে অভিনয় করেন, তাঁরা কিন্তু অনেক রকমের ভূমিকায় অভিনয় করেন। বিশেষ করে নায়িকাদের সঙ্গে নানা রকম দৃশ্যের শুটিং করতে হয় তাঁদের।
এই প্রসঙ্গেই অভিনেতা রাধা রবি প্রকাশ্যেই এক ভিডিওতে নিজের মাতৃভাষাতেই বেশ কিছু কথা বলেন। আর দেশের জনগণের কাছে সেই কথা পৌঁছে দিলেন গায়িকা চিন্ময়ী শ্রিপদা। তিনি নিজেই সমস্ত মন্তব্যের ইংরেজি অনুবাদ করলেন.. অভিনেতা বলেছেন...
আমি যদি তখন হিন্দি জানতাম তাহলে ঐশ্বর্যকে ধর্ষণ করার সুযোগ পেতাম। এর অর্থ, আমি এটাই বলছি যে এমন কিছু চরিত্রে আমায় অভিনয়ের সুযোগ দেওয়া হত। তাহলে, কিসের জন্য আমি এই তামিল সিনেমার গবেটগুলোর সঙ্গে অভিনয় করতাম। আর এই ঘটনা চোখে পরে গায়িকার। অভিনেত্রী, ভিডিও শেয়ার করে লিখলেন...
এই ভিডিওটি দেখলে বুঝবেন, তামিল মানুষজন খুব হাসছেন, বিষয়টা যেন খুব মজার। এই লোকটা তামিল সিনেমার একজন গুরুত্বপূর্ন মানুষ। তারপরেও, ঐশ্বর্য রাইয়ের ওপর কীভাবে উনি রেপ কেস সংক্রান্ত মন্তব্য করেন? এখনও পর্যন্ত কোনও অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? খুব অবাক লাগছে ভাবতে।
প্রকাশ্যে একজন তারকাকে নিয়ে, বিশেষ করে একজন মহিলাকে নিয়ে এহেন কথা বার্তা! কেন? কিসের জন্য? তারপরেও তাঁকে শাস্তি কেন দেওয়া হবে না? আওয়াজ তুলেছেন শিল্পী।