scorecardresearch

দিনে ঘরের বউ-রাতে স্পাই! রাধিকার নয়া অবতারে অবাক নেটপাড়া

বাঙালি বউয়ের স্পাই-গিরি! ব্যাপারটা কি?

radhika apte, radhika apte new movie, radhika apte in mrs undercover, radhika apte in and as bengali women, bolly news, bollywood news, bengali actors in hindi movies

দিনে বউ-রাতে চর! আবারও এক বাঙালি নারীর জয়জয়কার, এমনই এক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী রাধিকা আপ্তেকে। সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র, অভিনেত্রীকে দেখে বাহ বাহ করছে নেটপাড়া।

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় এর আগে অনেক করেছেন। কিন্তু এবার একদম অন্যরূপে দেখা যেতে চলেছে। একজন বাঙালি রমণীর চরিত্রে স্ক্রিনে ঝড় তুলতে প্রস্তুত রাধিকা। টিজার শেয়ার করে সমাজমাধ্যমে লিখলেন, “হোম মেকার নাকি বোন ব্রেকার”? এপ্রিলেই রিলিজ করতে চলেছে এই ছবি। কিন্তু আনন্দের কথা এখানেই যে বাঙালি শিল্পীদের অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

ছবির নাম ‘মিসেস আন্ডারকভার’। নামেই বোঝা যাচ্ছে একজন গুরুতর স্পাইয়ের ভুমিকায় তাকে দেখা যেতে চলেছে। ছবিতে রাধিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার শ্বশুরের ভুমিকায় দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। এছাড়াও, রাজেশ শর্মা, সুমিত ভিয়াসকে দেখা যাবে এই ছবিতে। সিরিজ পরিচালনা করেছেন আবির সেনগুপ্ত।

উল্লেখ্য, অভিনেত্রীকে এই চরিত্রে দেখার পর থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের। তাঁদের কথায়, ফ্যামেলি ম্যান ফিমেল। আবার কেউ বললেন, বাংলার অভিনেতাদের দিকে তাকিয়ে, খুব উত্তেজিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই এই ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন রাধিকা। এপ্রিলে শুভমুক্তি, এখন বাঙালি গৃহবধূর চরিত্রে কত নম্বর নিয়ে উত্তীর্ণ হন সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Radhika apte at mrs undercover in a bengali women role