Radhika Apte Pumps Breastmilk: রাধিকা আপ্তে, সিনেমা-সিরিজে তাঁর অবদান উল্লেখযোগ্য। ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। সই বিয়ের আগে বিদশি প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রাধিকা। ২০১৩-এ কাছের বন্ধুবান্ধব ও আত্মীরস্বজন নিয়ে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। লন্ডনের চলচ্চিত্র উৎসবে রাধিকার বেবি বাম্প সকলের নজরে আসে।
অন্তঃসত্বাকালীন কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি অভিনেত্রী। মেয়ের জন্মের পর লিটল প্রিন্সেসকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন মা হয়েছেন রাধিকা। তার কয়েকদিন পরই 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
মেয়ের জন্মের কয়েক দিন পরই কাজে ফিরেছেন রাধিকা আপ্তে। এবার লন্ডনে অনুষ্ঠিত BAFTA- অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে আরও একটি সাহসী ছবি পোস্ট করলেন অভিনেত্রী। এক হাতে শ্যাম্পেন আর অন্য হাতে ব্রেস্ট মিল্ক পাম্প করছেন। BAFTA- অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে শৌচালয় থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।
সিনেমার পর্দায় রাধিকার সাহসীকতার পরিচয় পেয়েছে দর্শক। পাচর্ড মুভিতে সাহসী দৃশ্যে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন। বেবি বাম্পের ফটোশুটেও বোল্ডনেসের সীমা অতিক্রম করেছিলেন। রাধিকার এই ছকভাঙা জীবনের তারিফ করেন ভক্তরা। যেভাবে কেরিয়ার আর মাতৃত্বের দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রশংনীয়।
লন্ডনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাল গালিচায় হাঁটার সঙ্গে মায়ের দায়িত্ব পালনেও যে সিদ্ধহস্ত, তা এই ছবিতেই স্পষ্ট। মা হওয়া মানেই জীবনের সব আনন্দ-লক্ষ্য বিসর্জন দিতে চান না রাধিকা। তাই শরীর খারাপ নিয়েও মেয়ের জন্মের কয়েকদিন পরই কাজে যোগ দিয়েছেন।
তবে BAFTA-এর মতো অনুষ্ঠানে অংশ নিয়েও মেয়ের জন্য স্তনদুগ্ধের ব্যবস্থা করা সম্ভব হয়েছে তাঁর সহযোগীর জন্যই। প্রতি মুহূর্তে যেভাবে রাধিকাকে সাহায্য করছেন, তাই নাতাশাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, 'ওঁর জন্যই BAFTA-এ যোগ দিতে পেরেছি। অনুষ্ঠানের ফাঁকে ব্রেস্ট মিল্ক স্টোর করার ব্যবস্থা করে দিয়েছে। তবে আমাকে শৌচালয়ে এনে পাম্প করায় সহযোগিতা করার চেয়েও শ্যাম্পেন এনে দেওয়ার জন্য ধন্যবাদ। মা আর কর্মজীবনের দায়িত্ব একসঙ্গে পালন করা মোটেই সহজ নয়। '