/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/srijit1.jpg)
Rafiath Rashid Mithila- কী হল হঠাৎ?
Srijit and Mithila: সৃজিত এবং মিথিলার ( Rafiath Rashid Mithila ) সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলেন। কেউ বলেন, তাদের মধ্যে বাদানুবাদ আবার কেউ বলেন, দুজনের সংসারে গন্ডগোল। যে কারণেই নাকি অভিনেত্রী বেশিরভাগ সময় ঢাকায় থাকেন।
কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? সৃজিতের ( Srijit Mukherjee ) সঙ্গে তাঁর সত্যিই কি কোনো সমস্যা চলছে? এই বিষয়ে তিনি মুখ খুলেছেন। একেই তাঁর বাড়িতে নতুন সদস্য এসেছেন। তবে, বাড়িতে এসে মিথিলা যা দেখেছেন তাঁর জন্য মোটেই তিনি প্রস্তুত ছিলেন না। কেন? অভিনেত্রীর কথায়...
"সৃজিত আমায় চমকে দিতে ফেল করে না। কিন্তু, আমি উলুপির কথা জানতাম। এখানে এসে দেখলাম, ওর তিনটে বল পাইথন আছে। সত্যি বলতে গেলে আমি কোনোদিন সাপের ভক্ত না। তাই আমি জানি না, যে গোটা বিষয়টায় আমি ঠিক কী অনুভব করব। কিন্তু আমি সৃজিতকে বাধা দিইনি।"
এখানেই শেষ না। সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হয়েই বেশ ভুগেছেন তিনি। সৃজিতের বউ, একথা তাঁকে বহুবার শুনতে হয়েছে। তাতেই আপত্তি মিথিলার! তিনি বলেন, "ওকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করেনা। কিন্তু আমায় করে। বাংলাদেশেও সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় ওর বউ হিসেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি, phd করছি! এগুলো কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য কাফি নয়?"
উল্লেখ্য, দশম অবতারের পর অতি উত্তম ছবির মাধ্যমেই আবার সিলভার স্ক্রিনে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। মহানায়ককে দীর্ঘ ৪২ বছর পর আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন। তাতেও বেশ বাহবা পাচ্ছেন তিনি।