Raghab Chatterjee: পায়েসের বাটিতে ধুলোমাখা জুতো ফেলে দিলেন রাঘব চট্টোপাধ্যায়! কিন্তু কেন?

Raghav Chatterjee news - কেন এই কান্ড করেছিলেন তিনি? রাগের বশে নাকি ইচ্ছেকৃত?

Raghav Chatterjee news - কেন এই কান্ড করেছিলেন তিনি? রাগের বশে নাকি ইচ্ছেকৃত?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raghab chatterjee, tollywood, singer,

Raghab News- কী করেছিলেন রাঘবঃ ছবি-ইনস্টা

Bengali News: বাড়িতে ছোটরা থাকলে যেকোনও বিষয়ে নজর রাখতেই হয়। আর বিশেষ করে যদি পেটুক কোনো খুদে সদস্য থাকে তবে তো মহা মুশকিল। কিন্তু, সে যদি রাঘব চট্টোপাধ্যায়ের ( Raghab Chatterjee ) মতো মানুষ হন তাহলে তো ঘর বিপদ।

Advertisment

কিন্তু কেন? শিল্পী নিজেই নিজের বাড়িতে যা কান্ড করেছিলেন তারপর পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকেই। কী এমন করেছিলেন রাঘব, যে আজও ঘটনা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তাঁর? শিলাজিতের ( Silajit ) প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি নাজেহাল। একেই তো এমন একটি প্রশ্নের সম্মুখীন হবেন ভাবতেও পারেননি। তাই, সোজা সাপটা বললেন...

এই খবরটা তুমি পেলে কোথায়? খবরটি হচ্ছে, রাঘব নাকি তাঁর বাড়িতে ভোগের পেয়েছে জুতো ফেলে দিয়েছিলেন! একথা একেবারেই সত্যি। বহুদিন আগেই শিলাজিৎকে এক সাক্ষাৎকারে রাঘব বলেন, আমি ছোট থেকেই খুব খাদ্যরসিক একজন মানুষ। আমার একটু টেস্ট করতে বেশ ভাললাগে। সেখানেই বাড়িতে ওমন একটি অনুষ্ঠানের দিন পায়েস হচ্ছে। আর আমি বলেছি, একটু টেস্ট করতে দল না। কিন্তু না! সবার এক কথা যে কেন? এটা ভোগের পায়েস। এখান থেকে টেস্ট করতে নেই।

Advertisment

আরও পড়ুন - Arijit Singh: মায়ের পর আরেক কাছের মানুষ, ফের একবার স্বজনবিয়োগ অরিজিৎ সিংয়ের

এখানেই শেষ না। তারপর, বদলা নিতেই রাঘব যা করলেন... শিল্পী বলেন, "আমি রাগের চোটে একটা ধুলোমাখা জুতো পায়েসে ফেলে দিয়েছিলাম। ব্যস, তারপর হাওয়া। এবার যখন খাওয়াদাওয়া শুরু হয়েছে। পরিবেশন করতে গিয়ে দেখছে একটা ধুলোমাখা, চপচপে জুতো পায়েসের জায়গা থেকে বেরোচ্ছে। তারপরই, আমি আর নেই সেই জায়গায়। সোজা ওখান থেকে দৌড়!"

শিল্পীর কথা শুনে, রেগে আগুন একাধিক নেটজনতা। তাদের কথায়, এসবও হয়। আবার কেউ বললেন, লজ্জা লাগা দরকার। আবার কারওর কথায়, পায়েসের মধ্যে নাকি জুতো, এসব শিক্ষা পান কোথাথেকে?

tollywood Entertainment News Raghab Chatterjee