scorecardresearch

বাবার সামনেই মেয়ে পরিণীতিকে চুমু! আশীর্বাদে রাঘবের খুলেয়াম রোম্যান্স নিয়ে জোরালো চর্চা

হবু বরের হাত ধরে টানাটানি পরীর, তারপর…

parineeti chopra, raghav chadha, parineeti chopra engaged, parineeti chopra fiance, raghav chadha aap, parineeti chopra raghav chadha engagement, parineeti chopra raghav chadha engagement pictures, AAP, Parineeti, raghav, priyanka chopra, পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডা, পরী-রাঘব, পরিণীতি রাঘবের আশীর্বাদ, পরিণীতি চোপড়া খবর, পরিণীতি চোপড়া বলিউড
পরী-রাঘবের রোমান্স

দিল্লিতে বসেছিল রাঘব পরিণীতির আশীর্বাদের আসর। একের পর এক তাবড় তাবড় রাজনীতিবিদ থেকে বলি তারকাদের অনেকেই হাজির হয়েছিলেন। সন্ধ্যে হতেই আশীর্বাদ সম্পন্ন হয়, এবং তারপরই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন দুজনে।

এখন বাড়ির সবাই বিয়ের অপেক্ষায়। দিদি প্রিয়াঙ্কাও আর অপেক্ষা করতে পারছেন না। তবে, রাঘব এবং পরিণীতি সম্পূর্ন আকর্ষণ নিজেদের ওপর বহাল রেখেছিলেন এটুকু বলা যায়। দুজনকেই আইভরি গোলাপী পোশাকে বেশ স্নিগ্ধ লাগছিল। তাঁর মধ্যে নতুন কনে পরী তো হবু বর রাঘবের থেকে চোখ সরাতে পারছিলেন না। একটা সময় গান গাইতেও দেখা গেল পরিণীতিকে। তারপর?

হবু বরের সঙ্গেই অদূরে আচরণ করছিলেন তিনি। তাঁর হাত ধরে রসিকতা করছিলেন। এমন সময়ই হঠাৎ করে পরীর গালে চুমু খেয়ে বসেন রাঘব। এবং সামনে দাঁড়িয়ে ছিলেন পরীর বাবা। ব্যাস! সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কেউ বলে বসলেন, বাবার সামনেই? আবার কেউ বলে বসলেন, রাঘব রাজনীতির মানুষ বলেই খুলেয়াম রোম্যান্স করতে পারছেন না। যদিও, অনেকের দাবি এটুকু চলতেই পারে।

আরও পড়ুন [ পরীকে নিয়ে গেল স্বপ্নের রাজপুত্র, AAP নেতা রাঘবের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী ]

দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই এমনও মনে করছেন যে, সবটাই শো অফ! মিডিয়ার সামনে এতদিন একটু বেশিই লজ্জা পাচ্ছিলেন পরিণীতি, আর আজ? বলি অভিনেত্রীর সঙ্গে রাঘবের সম্পর্ক নিয়ে চর্চা রাজনীতির ময়দানেও পৌঁছেছিল। তথাকথিত রাজনীতিবিদদের সঙ্গে বলিউডের বিবাহ যোগ খুব একটা হয় না। রিতেশ-জেনেলিয়ার পরে রাঘব-পরিণীতির নামই নিচ্ছেন সকলে।

উল্লেখ্য, পরী এবং রাঘব কাল রোমান্টিক ছবি আপলোড করেই জানিয়েছিলেন, “আমি যা কিছু আশা করেছিলাম, সেই সব আজ পেয়েছি! হ্যাঁ বলে দিলাম।” রণবীর সিং থেকে অনুষ্কা শর্মা, ভূমি পেডনেকর শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raghav chadda kissed parineeti chopra engagement ceremony