scorecardresearch

পরীকে নিয়ে গেল স্বপ্নের রাজপুত্র, AAP নেতা রাঘবের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী

আশীর্বাদ হয়ে গেল প্রিয়াঙ্কার বোন পরিনীতির

parineeti chopra, raghav chadha, parineeti chopra engaged, parineeti chopra fiance, raghav chadha aap, parineeti chopra raghav chadha engagement, parineeti chopra raghav chadha engagement pictures, AAP, Parineeti, raghav, priyanka chopra
আশীর্বাদ হয়ে গেল পরীর

ঠিক যেন স্বপ্নের মত। বাগদান হয়ে গেল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। আড়ালে আবডালে প্রেম, লুকিয়ে চুরিয়ে বেশিদিন রাখঢাক থাকল না, অবশেষে প্রকাশ্যে তাঁদের প্রেমের ঝলক।

পরনে সাদা আইভরি পোশাক, হালকা মেকাপ… পরিণীতিকে যেন পরীর মতোই লাগছে। অন্যদিকে, আইভরি সাদা শেরওয়ানিতে রাজপুত্র রাঘব। আংটি বদলের পরেই দুজনে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন, “আমি যা কিছু চেয়েছিলাম। হ্যাঁ বলে দিলাম।” দুজনে দুজনকে জড়িয়ে মুহূর্ত উপভোগ করেছেন।

রাঘব হীরের আংটি পরিয়েছেন পরিণীতিকে। উপস্থিত ছিলেন পরিবারের অনেকেই। দিদি প্রিয়াঙ্কা থেকে তারকাদের মধ্যে মনীষ মালহত্রা, এমনকি রাজনীতির অনেকেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এখন প্রশ্ন একটাই, বিয়ে কবে হচ্ছে? সূত্রের খবর, সেপ্টেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইতে এক রেস্তোরাঁতে প্রথমবারের মত দেখা গিয়েছিল দুজনকে। সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা। তারপর, মাঝেমধ্যেই এদিক ওদিক তাঁদের দেখা মিলত। রাজনীতি দুনিয়ার মানুষরাও বেশ হাসিঠাট্টা করেছিলেন রাঘবের সঙ্গে। IPL-এর মাঠেও হাতে হাত রেখে দাঁড়িয়ে ছিলেন দুজনে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raghav chadda parineeti chopra engagement