রাঘব হীরের আংটি পরিয়েছেন পরিণীতিকে। উপস্থিত ছিলেন পরিবারের অনেকেই। দিদি প্রিয়াঙ্কা থেকে তারকাদের মধ্যে মনীষ মালহত্রা, এমনকি রাজনীতির অনেকেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এখন প্রশ্ন একটাই, বিয়ে কবে হচ্ছে? সূত্রের খবর, সেপ্টেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে।
Advertisment
উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইতে এক রেস্তোরাঁতে প্রথমবারের মত দেখা গিয়েছিল দুজনকে। সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা। তারপর, মাঝেমধ্যেই এদিক ওদিক তাঁদের দেখা মিলত। রাজনীতি দুনিয়ার মানুষরাও বেশ হাসিঠাট্টা করেছিলেন রাঘবের সঙ্গে। IPL-এর মাঠেও হাতে হাত রেখে দাঁড়িয়ে ছিলেন দুজনে।