Raghav Juyal: 'স্ক্যানার পার করতে হয়েছিল', রাঘবকে কাজের লোক ভেবেছিলেন মন্নতের সবাই! শাহরুখের বাড়িতে হাসির পাত্র অভিনেতা?

রাঘব স্মৃতিচারণ করে বলেন, “প্রথমবার মান্নাতে ঢোকার সময়টা ছিল ভোলার নয়। ভিতরে ঢোকার আগে একেবারে বিমানবন্দরের মতো স্ক্যানার পার হতে হয়েছিল। সবাই ভাবছিল, ‘এই লোকটা কে?"

রাঘব স্মৃতিচারণ করে বলেন, “প্রথমবার মান্নাতে ঢোকার সময়টা ছিল ভোলার নয়। ভিতরে ঢোকার আগে একেবারে বিমানবন্দরের মতো স্ক্যানার পার হতে হয়েছিল। সবাই ভাবছিল, ‘এই লোকটা কে?"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
MixCollage-06-Oct-2025-08-41-AM-117

যা বললেন রাঘব...

আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব****ডস অব বলিউড’-এ পারভেজের চরিত্রে অভিনয় করে, রাঘব জুয়াল দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। নেটফ্লিক্স ইন্ডিয়ায় স্ট্রিমিং হওয়া এই ব্যঙ্গাত্মক সিরিজে রাঘব অভিনয় করেছেন নায়ক আসমানের (লক্ষ্য) সেরা বন্ধুর ভূমিকায়, যিনি নিজেও এক উদীয়মান বলিউড অভিনেতা।

Advertisment

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে সক্রিয় রাঘবের জন্য এই প্রজেক্টটি ছিল বিশেষ। কারণ, প্রথমবারের মতো তিনি পৌঁছেছিলেন শাহরুখ খানের সমুদ্রতীরবর্তী রাজপ্রাসাদ ‘মান্নাত’-এ।

রাঘব স্মৃতিচারণ করে বলেন, “প্রথমবার মান্নাতে ঢোকার সময়টা ছিল ভোলার নয়। ভিতরে ঢোকার আগে একেবারে বিমানবন্দরের মতো স্ক্যানার পার হতে হয়েছিল। সবাই ভাবছিল, ‘এই লোকটা কে? কাজ খুঁজতে এসেছে নাকি?’ ভিতরে ঢুকে আমি ভুল করে আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, ‘তোমার ঘরটা কোনটা?’ তখনই বুঝলাম, এটা শাহরুখ খানের বাড়ি, এখানে ঘর নয়, পুরো তলা!” আরিয়ান কেবল হাসতে হাসতে বলেছিলেন, “চলো, উপরে যাই।” রাঘব জানান, “আমরা সেখানে বসে জ্যাম করতাম, আড্ডা দিতাম, পরে আরিয়ানের বন্ধুদের সঙ্গে ডিনারেও যেতাম।”

Advertisment

মান্নাত থেকে ফিরে রাঘবের উত্তেজনা চরমে পৌঁছায়। তিনি বলেন, “আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করেছিলাম। উনি জিজ্ঞেস করতে লাগলেন, ‘ভিতরটা কেমন? বাথরুম কেমন? লাইব্রেরি দেখেছ?’ তখন আমায় বলতে হয়েছিল, ‘মা, আমি সেখানে দালাল হিসেবে যাইনি, শান্ত হও!’” রাঘব আরও জানান, তাঁর পুরোপরিবারই শাহরুখ খানের বড় ভক্ত। তাঁর কথায়...

"আমরা সবাই শাহরুখ স্যারের ফ্যান- বিশেষ করে আমার মা ও মাসি। আমি নিজেকে তাঁর পরিবারের সদস্য বলেই মনে করি। অর্কুটের সময় থেকেই আমরা তাঁর ফ্যান পেজ চালাতাম। আমি সত্যিই এক ‘জাবরা ফ্যান’। যখনই তাঁর সঙ্গে কাজ করেছি, মনে হয়েছে স্বপ্ন দেখছি- এবারও ঠিক তেমনই লাগছে।"

এছাড়াও, রাঘবকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের আসন্ন গ্যাংস্টার থ্রিলার ‘কিং’-এ, যা শাহরুখ খানের ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করছে। রাঘব আরও যোগ করেন, “শাহরুখ স্যারের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল হ্যাপি নিউ ইয়ার (২০১৪)-এর সেটে, যেখানে আমি একটি নাচের অংশ ছিলাম। এরপর আমি যেসব অনুষ্ঠান সঞ্চালনা করেছি, সেগুলিতেও তাঁর সঙ্গে দেখা হয়েছে। তবে আরিয়ানের সঙ্গে এটাই ছিল আমার প্রথম সরাসরি কাজ। অডিশনের পরেই আমি নির্বাচিত হই- আর বাকিটা ইতিহাস।”

Raghav Juyal Entertainment News