Advertisment
Presenting Partner
Desktop GIF

Raghav Tiwari: মুম্বইয়ের রাস্তায় হাড় হিম করা ঘটনা! ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতাকে ছুরিকাঘাত-মাথায় লোহার রডের আঘাত

Raghav Tiwari Crime Petrol: ক্রাইম পোট্রোল খ্যাত অভিনেতা রাঘব তিওয়ারির সঙ্গে ঘটল মারাত্মক ঘটনা। বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কোপ। মাথায় লোহার রডের আঘাত-মদের বোতল দিয়ে মারধর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vff

ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতাকে ছুরিকাঘাত-মাথায় লোহার রডের আঘাত

Raghav Tiwari Accident: মুম্বইয়ের রাস্তায় ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতার উপর হামলা। এই শোয়ে রাঘব তিওয়ারির অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। গত ৩০ ডিসেম্বর ২০২৪-র শেষটা মোটেই ভাল কাটেনি রাঘবের। রাস্তা পার করার সময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে রাঘবের। নিজের ভুল বুঝতে পেরে অভিনেতা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। কিন্তু, বাইক আরোহী আচমকা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁর এই রকম ব্যবহারে একেবারে তাজ্জব বনে যান রাঘব।

Advertisment

তবুও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু, ঘটনা মোড় নেন অন্যদিকে। ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতাকে ছুরিকাঘাত করেন। সেখানেই থেমে থাকেন নি। এলোপাথারি মারতে থাকেন। মদের বোতল-লোহার রড দিয়েও মাথায় আঘাত করেন। সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ দিয়েছেন রাঘব তিওয়ারি। মুহূর্তে পরিস্থিতি একেবারে হাতের বাইরে। কিছু বুঝে ওঠার আগেই ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতাকে ধারালো অস্ত্রের কোপ মারেন ওই বাইক আরোহী।

রাঘব জানিয়েছেন ঘটনাটি ঘটিয়েছেন পরিচালক পরভেজ শেখের ছেলে মহম্মদ জেইদ। অভিনেতা রাঘব তিওয়ারি বলেন, 'বন্ধুদের সঙ্গে শপিং করে ফিরছিলাম। গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলাম। তখনই বাইকের সঙ্গে ধাক্কা লাগে। ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিই। কিন্তু, আমাকে গালিগালাজ করতে থাকেন। এইরকম ব্যবহারের কারণ জানতে চাইলে মারাত্মক রূপ ধারণ করেন।'

Advertisment

রাঘবের সংযোজন, 'গাড়ি থেকে ছুড়ি বের করতে আঘাত করেন। যেভাবে ছুড়ি চালাচ্ছিলেন আমার মনে হচ্ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কেউ। আমার এক বন্ধু এই পরিস্থিতি দেখে ছুটে আসেন। বাধা দিতে গেলে আমাকে চড় মারেন। আমি পালটা না মেরে সরে যাচ্ছিলাম। কারণ আমি চাই নি চোটের কারণে কাজের ক্ষতি হোক। কিন্তু, যখন কোনওভাবেই থামানো যাচ্ছে না তখন আমিও নিজেকে বাঁচাতে সামেন থাকা একটি লাঠি তুলে আঘাত করি'।

 অভিনেতা যোগ করেন, 'আমার লাঠিটা ভেঙে যায়। তারপর আমাকে মদের বোতল-লোহার রড দিয়ে মাথায় স্বজোরে মারেন। অনেক রক্তক্ষরণ হয়েছে। সেলাইও পড়েছে অনেক। বন্ধুরাই আমাকে হাসপাতালে নিয়ে আসে।' পুলিশের ভূমিকায় রুষ্ঠ রাঘব। তাঁর বক্তব্য, সিসিটিভি ফুটেজে যথাযথ প্রমাণ থাকলেও ভারসোভা থানায় কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি'।

Bollywood Actor bollywood movie Hindi Television crime mumbai
Advertisment