Raghu Dakat Movie- Dev: 'শত্রু যত বাড়ে, তাঁর মানে এগোচ্ছি,' 'রঘু ডাকাতে'র সমালোচনা সামলালেন দেব

কিছুদিন আগেই দেব নিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিতে তাঁর ২০ বছর সম্পূর্ণ করেছেন। সেখানেই উপস্থিত ছিলেন দেবের জীবনের পরিচালক থেকে নায়িকারা। তাই ঠিক যেন চাঁদের হাট বসেছিল সেদিন।

কিছুদিন আগেই দেব নিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিতে তাঁর ২০ বছর সম্পূর্ণ করেছেন। সেখানেই উপস্থিত ছিলেন দেবের জীবনের পরিচালক থেকে নায়িকারা। তাই ঠিক যেন চাঁদের হাট বসেছিল সেদিন।

author-image
Anurupa Chakraborty
New Update
বিরাট সিদ্ধান্ত দেবের

যা বললেন দেব...

দেব মানেই পুজো ধামাকা। শেষ কয়েকবছরে তিনি প্রতি পুজোতেই রিলিজ করেছেন ছবি। প্রায় ২০ বছরের মধ্যে প্রতি বছরেই তাঁকে দেখা গিয়েছে পুজো উপলক্ষে নানা চরিত্রে ফিরে আসতে। তবে এবার তাঁর ছবি রিলিজ নিয়ে যে যে বিতর্ক হয়েছে সে বলার বাইরে। অভিনেতা রঘু ডাকাত নিয়ে ফিরেছেন এই উৎসবে। এবং রিলিজের আগে থেকেই তাঁর ছবিকে নিয়ে নানা কটাক্ষ।  

Advertisment

কিছুদিন আগেই দেব নিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিতে তাঁর ২০ বছর সম্পূর্ণ করেছেন। সেখানেই উপস্থিত ছিলেন দেবের জীবনের পরিচালক থেকে নায়িকারা। তাই ঠিক যেন চাঁদের হাট বসেছিল সেদিন। তবে ছবি রিলিজ থেকে যে ধরণের কটাক্ষ শুনছেন তিনি, এবার না মুখ খুলে পারলেন না। গতকাল লাইভ এসেই কী কী বলতে শোনা গেল তাঁকে

বলে বসলেন, ২০ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। অন্তত ১৭টা ছবি পুজোয় রিলিজ করেছে। কিন্তু এবার যেন বেশ অদ্ভুত লেগেছে তাঁর। দেব বললেন, "যারা আমার ছবিকে এতটা ভালবাসা দিয়েছেন তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যে এভাবে ছবিটার জন্য লড়ছেন তাতে আমি কৃতজ্ঞ। আমি জানি, বৃষ্টির জন্য আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমার ধন্যবাদ দেওয়ার জন্য শব্দ কম পড়েছে। অনেক জায়গায় হাউসফুল হয়েছে। আমি কিছু বলতে চাই। আমার ইন্ডাস্ট্রিতে ২০ বছর কমপ্লিট। ১৭টা পুজোয় ছবি রিলিজ করেছে। কিন্তু এতটা সমালোচনা হয়নি। যেভাবে বন্ধু বান্ধবরা নেমে পড়েছে। আমার মা ছোটবেলায় একটা কথা বলত যার যত বেশি শত্রু, সে হয়তো একটু এগিয়ে। এখন মনে হয় সেটা বিশ্বাস করতে শুরু করেছি, হয়তো একটু এগিয়ে।"

Advertisment

ছবি রিলিজের ২ দিন বৃষ্টি ও নানা কারণে সেইভাবে কালেকশন হয়নি বলে জানান অভিনেতা। সঙ্গে একথাও জানান মানুষের দুর্যোগ থেকে বেরতে সময় লেগেছে। তবে, রিলিজের আগে যে প্রথম রিভিউ এসেছে তাঁর ছবি নিয়ে, সেইদিকে ইঙ্গিত করলেন তিনি। কলকাতায় প্রথম শো ছিল সকাল ৯টা। রিভিউ এসেছে ৭টা। দেবের কথায়, " ৮থেকে ৮০ সকলের ভাল লাগছে এই ছবি। এবং যার সঙ্গে সব বয়সের মানুষ আছেন, তাঁর কিছুতে ভয় পাওয়ার দরকার নেই।" 

বাংলা ছবিকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি 

দেব সাফ জানালেন তাঁর লড়াই, শুধু বাংলা ছবিকে চালানো নয়। বললেন, একটা একেন বাবু, বা ধুমকেতু বাংলা ছবি চালাতে পারে না। সব ধরণের ছবি লাগে। বড় স্কেলের ছবি লাগবে। আমি চাই এই পুজোয় সবার ছবি চলুক। তাঁর সঙ্গে আমার লড়াই এটাই যে বাংলা ছবিকে রিজিওনাল ইন্ডাস্ট্রি বলা বন্ধ হোক। এটাকে যেন প্যান ইন্ডিয়া স্তরে নিয়ে যাওয়া যায়। সবাই যেন এঁকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলুক। এক্ষেত্রে মাস ফিল্ম লাগবে। যারা ট্রেলার দেখে ভেবেছেন যে দেখবেন তাঁরা রিভিউর দিকে ঝুঁকবেন না। আমরা সবাই ১৮ বছর সার্ভিস দিয়ে এটুকু বিশ্বাস আপনাদের থেকে আশা করতেই পারি। আপনারা যদি বড় স্কেলের ছবি আরও দেখতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। 

লোক নেই হলে? 

পাশে ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তিনি দেবকে বললেন কর্পোরেট বুকিং নিয়েও কথা বলতে। দেব হাসির সুরে বললেন, "কী বলব? সোশ্যাল মিডিয়ায় লিখছে টিকিট নাকি ফ্রিতে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মাল্টিপেক্সে সব টিকিট সোল্ড কিন্তু লোক ভেতরে ২০ জন। আমার কাছে এগুলো শোনা কোনও ব্যাপার না। আমার প্ল্যানিং ছিল জেলায় জেলায় ঘুরব। অনেকেই ভাবে বিএমএস ( BookMyshow ) - এ সব সোল্ড মানেই সিনেমা সুপারহিট। আমি মনে করি, সব কেনা যায়, মানুষের ভালবাসা কেনা যায় না। সেটা আমাদের সঙ্গে আছে। 

Raghu Dakat Entertainment News Today Entertainment News Dev