Raghu Dakat-Dev: নেচে গেয়ে অস্থির নায়িকারা, মাথা নিচু করে প্রণামের নির্দেশ দেবের

গতকাল সেই ছবি বিশেষ স্ক্রিনিং এর সঙ্গে সঙ্গে ছিল সাকসেস পার্টি-ও। এবং সেখানেই টলিপাড়ার অনেকেই এলেন-বসলেন, দেবের সঙ্গে গল্পে মাতলেন। এছাড়াও কী কী হল সযেই অনুষ্ঠানে?

গতকাল সেই ছবি বিশেষ স্ক্রিনিং এর সঙ্গে সঙ্গে ছিল সাকসেস পার্টি-ও। এবং সেখানেই টলিপাড়ার অনেকেই এলেন-বসলেন, দেবের সঙ্গে গল্পে মাতলেন। এছাড়াও কী কী হল সযেই অনুষ্ঠানে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev1

যা বললেন দেব...

গতকাল রঘু ডাকাতের প্রিমিয়ারে, বসেছিল চাঁদের হাট। এবং খেয়াল করলে  দেখা যাবে দেবের আমন্ত্রণে এসেছিলেন প্রায় অনেকেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অঙ্কুশ বাদ পড়েননি কেউই। দেব ডেকেছেন বলে কথা, না এসে পারা যায়? তাঁর রঘু ডাকাত প্রথম থেকেই আলোচনায় ছিল। এবং এই ছবি বহু বিতর্কের মুখোমুখি হয়েছে। তারপরেও হাল ছাড়েননি দেব।

Advertisment

গতকাল সেই ছবি বিশেষ স্ক্রিনিং এর সঙ্গে সঙ্গে ছিল সাকসেস পার্টি-ও। এবং সেখানেই টলিপাড়ার অনেকেই এলেন-বসলেন, দেবের সঙ্গে গল্পে মাতলেন। এছাড়াও কী কী হল সযেই অনুষ্ঠানে? নায়িকারা নিজেদের পোশাক দিয়ে নজরকাড়ার সঙ্গে সঙ্গে নেচে কাঁপালেন ফ্লোর। একে অপরকে সঙ্গ দিলেন ইধিকা-সুস্মিতা থেকে পিয়ান। দেবের বন্ধুসম নায়িকারা হাতে হাত ধরে কেক কাটলেন। ছিলেন, মনামী ঘোষ নিজেও। 

অঙ্কুশ - ঐন্দ্রিলার খুনসুটি 

অঙ্কুশ জানান ছ্যবি ভাল লেগেছে তাঁর। সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলা এবং বনি। কিন্তু মিসিং কৌশানি। ঐন্দ্রিলার দাবি, আমরা প্রথম থেকেই ওকে মিস করেছি। বনির সঙ্গে হাসি মজা করতে করতে প্রবেশ করেন। তিনি নাকি বনিকে পপকর্ণ খাওয়াতে বলেন। কিন্তু এখানেই শেষ না। অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলাকে না দেখতে পেয়ে অনেকেই নানা মন্তব্য করেন। আর অভিনেতার দাবি, তিনি কি ঐন্দ্রিলার দত্তক নেওয়া বাচ্চা নাকি, যে সবসময় একসঙ্গে থাকবেন।

Advertisment

'যাও প্রণাম করে নাও' - দেব 

দেব সবসময় নায়িকাদের সঙ্গে মজা করতে ভালবাসেন। এবং এবারও তাঁর ব্যতিক্রম না। ইধিকাকে লেগ পুলিং না করে শান্তি পান না তিনি। গতকাল শো শেষে যখন ইধিকা বক্তব্য রাখছেন, তারপর দেবকে বলতে শোনা গেল, যাও এবার সকলের পা ধরে প্রণাম করে নাও। কাজ সেরে নাও। আর হিরোর কথামত ইধিকা মাথা নিচু করে সেটাই করেন। 

Raghu Dakat Dev Entertainment News Today