Advertisment
Presenting Partner
Desktop GIF

Kapoor's New Year celebrations: রাহাকে নিয়েই কাপুর-ভাটদের বর্ষবরণ, মধ্যতে আলিয়ার কাছে কেন ছুটলেন রণবীর?

Kapoors Celebrates new year: বাবাকে কাছছাড়া করতে নারাজ রাহা। গত ২৮ ডিসেম্বর নববর্ষ উদযাপনে জার্মানির উদ্দেশে উড়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া, রাহা ও আরও অনেকে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
alia ranbir new year

মেয়েকে নিয়ে নতুন বছর উদযাপন আলিয়া-রণবীরের Photograph: (Instagram)

রণবীর কাপুর, আলিয়া ভাট, তাদের মেয়ে রাহা কাপুর কাপুর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন। রণবীর কাপুরের মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, তার স্বামী ভারত সাহানি, তাদের মেয়ে সামারা সাহানি এবং আলিয়ার মা সোনি রাজদানও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Advertisment

ঋদ্ধিমা কাপুর সাহানি, নীতু কাপুর, ভারত সাহানি, সামারা সাহনি এবং সোনি রাজদান সোশ্যাল মিডিয়ায় উদযাপনের কিছু ঝলক পোস্ট করেছেন। নীতুর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে আলিয়া ভাটকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য ছুটে যান রণবীর। বাকিদের একে অপরকে 'হ্যাপি নিউ ইয়ার' বলতে শোনা যায়।

নীতু আরও ছবি পোস্ট করেছেন, তার একটিতে দেখা যাচ্ছে ছোট্ট রাহা রণবীরকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। ছবি শেয়ার করে নীতু লিখেছেন, 'হ্যাপি ২০২৫। নিজের পোস্টটি শেয়ার করে ঋদ্ধিমা কাপুর সাহনি লিখেছেন, "পার্টি সবে শুরু হয়েছে, এবং ২০২৫ জ্বলে ওঠার জন্য প্রস্তুত! #NewYearVibes💫❤️🥳 হ্যাপি নিউ ইয়ার ইন্সটা ফ্যাম ❤️🧿💫⭐️।

Advertisment

গত ২৮ ডিসেম্বর নববর্ষ উদযাপনে জার্মানির উদ্দেশে উড়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া, রাহা ও আরও অনেকে। রাহাকে পাপারাজ্জিদের দিকে ফ্লাইং কিস দিতে দেখা গেছে, যখন তারা তাকে ডেকেছিল। সম্প্রতি পারিবারিক বড়দিন সেলিব্রেশনের ছবিও শেয়ার করেছেন আলিয়া।

উল্লেখ্য, এবছর ক্রিসমাস থেকেই আলিয়া এবং রণবীর কন্যা রাহা আলোচনায়। কারণ অবশ্যই তাঁর উৎফুল্লতা। খুদে রাহা যেভাবে তাঁর পাপারাজ্জিদের বন্ধু বানিয়ে নিয়েছেন এবং তাঁর থেকেও বড় কথা বাবা মায়ের থেকে লাইমলাইট কেড়ে নিয়েছেন, তাতে প্রশংসা করতে হয়। 

Bollywood Actor ranbir kapoor bollywood Alia Bhat bollywood actress
Advertisment