Advertisment
Presenting Partner
Desktop GIF

Neetu kapoor: ২ বছরে পা রাহার, ঠাকুমা নিতু দেখালেন অদেখা ছবি, পিসি ঋদ্ধিমা কী বলছেন?

Raha Kapoor 2nd Birthday Unseen Photos: আজ তাঁর জন্মদিনে ঠাকুমা নিতু এমন এক অদেখা ছবি শেয়ার করলেন যা কোনোদিন আগে কেউ দেখেনি। রাহার উপস্থিতি অনেককেই আনন্দ দেয়।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
raha kapoor

Raha Kapoor's Birthday: আজ রাহার ২ বছরের জন্মদিন, দেখুন সেই ছবি...

Neetu Kapoor Drops Adorable Wish For Raha On Her 2nd Birthday: দেখতে দেখতে যেন কিভাবে সময় কেটে যায়। চোখের পলকে সামনেই এক সদ্যোজাত সে যে এত বড় হয়ে গেল, যেন ধরতেই পারা গেল না। প্রসঙ্গে আলিয়া রণবীর কন্যা রাহা। গতবছর ডিসেম্বরে প্রথম থাকে সকলের সামনে নিয়ে আসেন রালিয়া।

Advertisment

আর আজ বছর দুয়েকের সেই একরত্তি। আজই তাঁর জন্মদিন। দু বছরের রাহাকে নিয়ে সমাজ মাধ্যমে নানা পোস্ট হয়েই থাকে। বিশেষ করে তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কেউ কেউ এমনও বলেন যে, পুরোই মায়ের মত সে। হাসতে খুব কমই দেখা যায় তাঁকে, তবে বাবা মায়ের মাঝখানে মাঝেমধ্যে বেজায় খুশিও থাকে সে।

আর, আজ তাঁর জন্মদিনে ঠাকুমা নিতু এমন এক অদেখা ছবি শেয়ার করলেন যা কোনোদিন আগে কেউ দেখেনি। রাহার উপস্থিতি অনেককেই আনন্দ দেয়। বিশেষ করে এই নিয়ে লড়াই শুরু হয় যে তাঁকে দেখতে আসলে কার মত। কেউ বলেন, আলিয়ার কপি আবার কারওর কথায় ঠাকুরদাদা ঋষির মত দেখতে তাঁকে।

 

ঠাকুমার সঙ্গে তাঁর দুষ্টু মিষ্টি সম্পর্কের ঝলক আগেই মিলেছিল, আর এবার নিতু যে ছবি পোস্ট করলেন, তাতে মুগ্ধ হলেন সকলে। মা আলিয়া এবং বাবা রণবীরের মাঝখানে ছোট্ট রাহাকে দেখা গেল। যথারীতি বাবা রণবীর তাঁকে আদর করতে ব্যস্ত। মেয়ের কপালে স্নেহচুম্বন এঁকে দিলেন তিনি। আর মা আলিয়া সেই সুন্দর দৃশ্য দেখতে ব্যস্ত। নিতু এই ছবি শেয়ার করে লিখলেন...

আমার মিষ্টি ভালবাসার নাতনির আজ জন্মদিন। অন্যদিকে, পিসি রিধিমা যে পোস্ট শেয়ার করলেন তাতে দেখা গেল রাহা এবং সামারাকে। দুই বোনের খুনসুটি তুলে ধরলেন ঋষি কন্যা। সেই ছবি শেয়ার করেই তিনি লিখছেন, আমার কিউটি পাই, তোমায় শুভ জন্মদিন। অনেক অনেক ভালবাসা। সেই সব ছবি সমাজ মাধ্যমে দারুণ প্রশংসা পেয়েছে। বিশেষ করে নিতু সিংয়ের ছবিটি দেখে কেউ কেউ এমনও বললেন....

এই ছবিটা তো আশা করিনি। আবার অন্যদিকে, আরেকজন বললেন, ঠাকুমার সঙ্গে তাঁর একটা ছবি চাই। আবার কেউ বললেন, এত মিষ্টি কেউ কী করে হতে পারে।

neetu kapoor Ranbir-Alia ranbir kapoor aliaa bhatt
Advertisment