/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/raha.jpg)
raha on road- একরত্তির কাণ্ড ভাইরাল
Alia-Ranbir Daughter Raha: আলিয়া ( Alia Bhatt ) এবং রণবীর ( Ranbir Kapoor ) যেদিন থেকে তাঁদের মেয়েকে প্রকাশ্যে এনেছেন, সেদিন থেকেই রাহা যেন সকলের নয়নের কেন্দ্রে আটকে গিয়েছেন। একরত্তি ক্যামেরা দেখলেই যা আচরণ করে…
প্রথম দিন থেকেই সে ক্যামেরার সামনে বেশ সাবলীল। শুধু তাঁর আচরণ, বিশেষ করে মুখ বেঁকানো দেখেই একদল হেসে ওঠেন। অনেকে এও বলেন, এসব আলিয়ার থেকেই শিখেছে রাহা। তাঁর মা নিজেও অবসরে এহেন চোখ-মুখ বেঁকিয়ে থাকেন। কিন্তু, আজ রাহা বাইরে বেরলেন, তাও পরিবারের সঙ্গে না! বরং…
সাদা সবুজ লিফি টু-পিস, সেই এলোমেলো চুল রাহার। ঠোঁট বেঁকিয়ে বাইরে ঘুরতে দেখা গেল তাঁকে। কিন্তু একা? রণবীর এবং আলিয়া কোনোদিন মেয়েকে একা ছাড়েননি। সেখানে একবছর পার হতে না হতেই তাঁকে অন্য কারওর সঙ্গে ছেড়ে দিলেন দুজনে?
এদিকে, রাহা যে রণবীর-আলিয়ার মেয়ে সেটা সেভাবে কেউ বুঝতেই পারলেন না। পাপারাজ্জিরা, আন্দাজ করতে পারলেও আশেপাশে যারা ছিলেন, তাঁরা কেউ চিনতেই পারলেন না? আশ্চর্যের বিষয় এখানেই, রাহা যার সঙ্গে ছিলেন, তাঁকেও কেউ চিনতে পারলেন না।
রাহা কিন্তু একা ছিলেন না। সঙ্গে ছিলেন তাঁর বাবার প্রিয় বন্ধু এবং বিশ্বস্ত অয়ন মুখোপাধ্যায়। যিনি ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির পরিচালক। কিন্তু তাঁকেও কেউ চিনতে পারলেন না। উল্টে, ক্যামেরা দেখে রাহার চোখ-মুখ যা, তাতে হাসতে বাধ্য হবেন বেশিরভাগ।