‘চিরদিনই তুমি যে আমার…’ তিক্ততা ভুলে ফের এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা। গতবছরই ইঙ্গিত মিলেছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরেও। তবে কোনওপক্ষই সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন। তবে ছেলে সহজ-ই যেন সবটা সহজ করে দিল। এবার থেকে অতীতের সব তিক্ততা ভুলে এক ছাদের তলায় থাকতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা।
বছর খানেক ধরেই একে-অপরের থেকে আলাদা থাকতেন টলিপাড়ার এই তারকাজুটি। প্রথম সিনেমার সেট থেকেই প্রেম। তারপর বিয়ে। তবে সন্তানের জন্মের পর থেকেই তাঁদের সম্পর্কের বাঁক বদলে যায়। একে-অপরের প্রতি একরাশ ক্ষোভ-অভিযোগ, মান-অভিমানের জেরে দূরে থাকতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সংসারে ভাঙন ধরে। তবে সময়-ই সম্পর্কের কঠিন বরফ গলিয়ে দিল। ফের এক-অপরের পাশাপাশি, হাত ধরে রাহুল-প্রিয়াঙ্কা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজেই সম্পর্ক জোড়া লাগার খবরে শিলমোহর বসিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, “দীর্ঘ দিন ধরে যে বিচ্ছেদের মামলা চলছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। একবাড়িতে এখনও একসঙ্গে থাকা শুরু করিনি। তবে খুব শিগগিরিই শিফট করব।” যদিও একসঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত ছেলে সহজের কথা ভেবেই দুজনে নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল।
এদিকে মা-বাবাকে একসঙ্গে পাওয়ার কথা শুনে বেজায় খুশি খুদে সহজও। প্রসঙ্গত, রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে ঝড় যতই বয়ে যাক না কেন, যে কোনও উৎসব-অনুষ্ঠান তাঁরা সন্তানের জন্য একসঙ্গে পালন করেছেন। ২০১৮ সালে ডিভোর্স মামলা শুরু হয়। তাঁদের বিচ্ছেদ নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি বা কম কম চর্চা হয়নি! তবে বছর খানেক তা চলার পর এবার সেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দুই পক্ষই। আর ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি রাহুল-প্রিয়াঙ্কার একসঙ্গে থাকার খবরে যে অনুরাগীরাও বেজায় খুশি হবেন, তা বলাই বাহুল্য।