ব্যোমকেশ করছেন দেব। আর তাতেই কিনা মশকরা করে খোঁচা দিলেন টলিউড ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দেবকে 'বাঙালির খোরাক' বলেও বিঁধলেন রাহুল। অভিনেতার এমন বিস্ফোরক মন্তব্যের পরই বিতর্কের ঝড়। পাল্টা দিতে ছাড়েননি টলিউড প্রযোজক রানা সরকার।
এমনিতেই বাংলা সিনেমার সুদিন-দুর্দিন নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। বলিউডের পাঠান-এর জন্য কোণঠাসা বাংলা ছবি! হল-ই পাচ্ছে না। সেখানে তার মাঝেই কিনা রেষারেষি! ১৭ বছরের ফিল্মি কেরিয়ারে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছেন টলিউড সুপারস্টার দেব। কারণ, এযাবৎকাল সবথেকে বেশি ব্যবসা করা বাংলা সিনেমার তালিকার প্রথম এবং দ্বিতীয় সিনেমাটিই তাঁর- আমাজন অভিযান ও চাঁদের পাহাড়। অন্যদিকে, প্রজাপতিও ১০ কোটির মাইলস্টোন ছোঁয়া থেকে আরেকটু দূরে। অতিমারী উত্তরপর্বে দেব-ই টলিউডের লক্ষ্মীর ভাণ্ডার চাঙ্গা করেছেন টনিক দিয়ে। এবার সেই অভিনেতাকে নিয়েই কিনা মশকরা করে বসলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি কিন্তু হজম করতে পারেননি দেব-অনুরাগীরা। প্রতিবাদে মুখর হয়েছেন ইন্ডাস্ট্রির আরেক প্রযোজক রানা সরকারও। যিনি দেবের মাত্র একটি ছবিই প্রযোজনা করেছিলেন- সেটি ধূমকেতু। দেব-শুভশ্রীর যে সিনেমা কিনা এখনও মুক্তির আলো দেখতে পারেনি! তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দেবের বিরুদ্ধে কথা বলতেই একেবারে ফোঁস করে উঠলেন।
<আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ধুন্ধুমার ব্যবসা ‘পাঠান’-এর, ১৯ কোটি! ‘হালে পানি পাচ্ছে না’ বাংলা সিনেমা>
প্রসঙ্গত, দেব বর্তমানে ‘সত্যান্বেষণে’র চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দূর্গরহস্য নিয়েই এই সিনেমা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষিতেই দেবকে বিঁধে রাহুল বলেছেন- "খুশবন্ত সিংয়ের জোক দুটো- পাঞ্জাবি দাবা খেলছে। আর বাঙালির জোক- দেব ব্যোমকেশ।" ব্যস, এরপরই বিতর্কের ঝড়।
প্রযোজক রানা সরকার রাহুলকে বিঁধে বললেন, "আঁতেল বাঙালির হাহাকার! আবার গেল গেল রব উঠেছে, কারণ দেব অভিনয় করছে ব্যোমকেশ চরিত্রে।" এখানেই অবশ্য থামেননি রানা সরকার। ফেসবুকে লম্বা এক ঝাঁঝালো পোস্ট-ও করছেন।
উল্লেখ্য এর আগে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়দের মতো অভিনেতারা ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন। অতঃপর সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করা যে দেবের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এবার প্রশ্ন, দেব কি টেক্কা দিতে পারবেন? সময়ই বলবে সেকথা। তাঁর আগেই কাটাছেঁড়ায় ব্যস্ত নিন্দুকরা।