'দেশের মাটি' ধারাবাহিকের দুই জনপ্রিয় অভিনেতা- রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন প্রিয় কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত। একজনের শরীরে যখন মারণ ভাইরাস থাবা বসিয়েছে, তখন আরেকজন ব্যস্ত মানবসেবায়।
Advertisment
সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন রাহুল। দিন তিনেক আগে রিপোর্ট পজিটিভ আসায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। লকডাউনের আগে পর্যন্ত 'দেশের মাটি' ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে লকডাউনে শুটিং বন্ধ থাকায় বাড়িতে ছিলেন। এরমাঝেই শরীর খারাপ হয়। জ্বর হওয়ায় কোভিড টেস্ট করান তিনি। তারপরই রিপোর্ট পজিটিভ আসায় হোম আইসোলেশনে থাকছেন রাহুল এখন। সারা শরীরে ব্যথা আর দুর্বলতা ছাড়া অন্য কোনও উপসর্গ নেই। এখন ১২ দিন আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বই পড়ে, সিনেমা দেখেই কাটছে তাঁর সময়।
এক অভিনেতাকে যখন করোনা কাবু করেছেন, তখন 'দেশের মাটি' ধারাবাহিকের আরেক অভিনেতা দিব্যজ্যোতি ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন দুস্থদের দুয়ারে দুয়ারে। লকডাউনে যাতে দু'বেলা দু'মুঠো খেতে পান তাঁরা, সেই জন্য রেশন বিলি করছেন। ফেসবুকে সেই ছবি শেয়ার করে দর্শকদের কিয়ান লিখেছেন, "প্লিজ এগিয়ে আসুন সকলে, আমরা সামাজিক দায়িত্বটা নিজেদের মধ্যে ভাগ করে নিই৷" অভিনেতার এমন প্রয়াসে বাহবা দিয়েছেন অনুরাগীরাও।