টলিপাড়ায় এখন কী চলছে? বাংলা ছবির সাফল্যের সঙ্গে সঙ্গেই এখন একটাই চর্চা। সেটা হল রাহুল এবং দেবাদৃতার প্রেম। বিজয়ার দিন দুজনে নিজেদের প্রেম সম্পর্কে জানিয়েছিলেন আর তারপর থেকেই…
Advertisment
গতকাল লক্ষ্মীপুজো উপলক্ষে দেবাদৃতার বাড়িতে হাজির হয়েছিলেন রাহুল। মনের মানুষটিকে সঙ্গে নিয়েই ধন দেবীর আরাধনায় বসেছিলেন দেবা। রাহুলের পরনে নিয়ন রঙের পাঞ্জাবি। অন্যদিকে লাল শাড়িতে টুকটুকে রাঙা দেবাদৃতা। অভিনেত্রীর বাড়ির পুজোতে হাজির হয়েই রাহুল একের পর এক উত্তর দিলেন।
প্রেম নিয়ে কোনোদিন রাহুল রাখঢাক করেননি। এবারও না। সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে বললেন দুজনের মনের কথা। প্রেম সে কি আর বেঁধে রাখা যায়? একই ধারাবাহিকে অভিনয় করেছিলেন দুজনে। তবে, দেবাদৃতার বোনের একটা বিরাট মতামত খেটেছিল এই প্রেমে। সেই নাকি বলেছিল, রাহুল দার মত ভাল ছেলে খুব কম দেখেছে। এখানেই শেষ না। প্রেমের জন্মলগ্ন থেকে কীভাবে কী হল সেটাই জানালেন রাহুল। অভিনেতা বলেন…
"আমরা প্রথমে খুব ভাল বন্ধু ছিলাম। তিন চারমাস একসঙ্গে মেলামেশা, দেখা সাক্ষাৎ করতে করতে মনে হল যে না একটা সময় গিয়ে বিষয়টা আরেকটু এগোনো যায়। সেভাবে দিনক্ষণ মনে নেই। তবে সমস্তটাই ব্যাক্তিগত স্তরে ছিল। তবে, বিয়ে এখনও করার কোনও প্ল্যানিং নেই।" বাড়ির লক্ষ্মীকে কবে নিয়ে যাবেন এই প্রশ্ন করতেই রাহুলের কথায়…"আজই তো নিয়ে যাব। তবে, ও লক্ষ্মী নাকি? ও তো দুর্গা!"
উল্লেখ্য, দুজনে যবে থেকে প্রেমের ঘণ্টা বানিয়েছেন তবে থেকেই নানা শোরগোল। রাহুলের প্রাক্তন সম্পর্ক নিয়েও অনেকে যা নয় তাই বলছেন। এর আগে রুশা চট্টোপাধ্যায়, বুম্বা ঘনিষ্ঠ ঐন্দ্রিলা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু, দুই প্রাক্তন প্রেমিকাই নিজের মতো করে ঘর সাজিয়ে নিয়েছেন। তাই আর রাহুল পিছিয়ে থাকেন কেন? কিন্তু দেবাদৃতা কেন? ঠিক কী কারণে তাঁকে পছন্দ হল রাহুলের? অভিনেতা বলেন…
"ও খুব সিম্পল, সাধারণ। ভীষণ পরিশ্রমী একটা মানুষ। খোলা মনের মানুষ। দারুণ নৃত্যশিল্পী ও। আমায় সবথেকে বেশি এটাই আকৃষ্ট করেছিল।"