Advertisment
Presenting Partner
Desktop GIF

জোটবদ্ধ রাহুল-প্রিয়াঙ্কা, কাছের মানুষের সুখের দিনেও ঈশ্বর সহায় 'বান্ধবী' রুকমার

কখনও প্রেম, কখনও বিতর্ক! রাহুলের ঘরওয়াপসিতে অকপট রুকমা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rooqma roy, rahul banerjee, rahul priyanka, rooqma-rahul, rahul priyanka together, rahul priyanka movies, rahul priyanka divorce, rahul priyanka updates, rooqma roy rahul, রাহুল, রুকমা, রাহুল প্রিয়াঙ্কা, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী বলছেন রুকমা?

রাহুল প্রিয়াঙ্কা! টলিপাড়ার এক আলোচ্য দম্পতির নাম। রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম ছবি 'চিরদিনই তুমি যে আমার' - এ কাজ করেছিলেন তাঁরা দুজনে। তারপর থেকে একের পর এক কাজ, নানা ছবিতে জুটি বেঁধেছেন, সেই থেকেই প্রেম এবং বিয়ে...

Advertisment

রাহুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। ছেলে সহজের জন্ম হয়। তাঁর পরেও বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। বেশ কিছু বছর আলাদা ছিলেন। আইনি মোকদ্দমা পর্যন্ত হয়।  ছেলে সহজ বাবা মা দুজনের কাছেই থাকত। কিন্তু, আজ পরিস্থিতি একেবারে আলাদা। কানাঘুষো খবর, দুজনের সম্পর্কে নাকি জোড়া লেগেছে। সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন রাহুল। আজ প্রবল বৃষ্টির পর, সবকিছু কাটাকুটি হয়ে মিটে গেল ... এমনই লিখেছিলেন রাহুল। কিন্তু, তাঁর কাছের বান্ধবী রুকমা?

রাহুলের জীবনের সঙ্গে নাম জড়িয়েছে অনেকের। কখনও সন্দীপ্তা আবার কখনও রুকমা। রুকমার সঙ্গে পরপর দুটি সিরিয়াল করেছেন। সেই থেকেই বন্ধুত্ব আরও বেশি করে ডানা বাঁধে। তাঁদের মধ্যে নাকি প্রেমও ছিল? যদিও, একথা সবসময় অস্বীকার করেছেন তারা। কেবল বন্ধুত্ব, বাকি আর কোনও সম্পর্ক নেই তাদের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানো, জড়িয়ে ধরে ছবি তোলা হোক অথবা ভালবেসে চুমু খাওয়া... সবই ছিল প্রকাশ্যে। আর আজ যখন, রাহুলের সম্পর্ক জোড়া লাগছে তখন?

আরও পড়ুন - Jawan: ‘গুলি মেরে দিক, তারপরেও নয়..’, মুম্বই মাফিয়াদের হাওয়ায় উড়িয়েছিলেন শাহরুখ! স্মৃতি সঞ্জয়ের

রুকমা সেদিনের পোষ্ট দেখেও ভালবাসা জানিয়েছিলেন। আর, এবার এক সংবাদমাধ্যমে জানান, যেদিন থেকে রাহুল এবং প্রিয়াঙ্কার সম্পর্কটা ঠিক হতে শুরু করেছে সেদিন থেকেই তিনি জানেন। বলেন, "ওদের দুজনের মধ্যে যখন কথা হতে থাকে, আমি তখন থেকেই জানি। রাহুল দা আমার খুব ভাল বন্ধু, ওর কিছু ভাল হলে তো আমার ভালই লাগবে। রাহুলদার পাশে আছি সবসময়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভাল থাকে ওঁরা।"

আরও পড়ুন - পুস্পিতার ঘুম উড়েছে টলি-হিরোর জন্য! কে তিনি? আসল সত্যি জানেন সোনালীই

দুজনের ঘনিষ্ঠতা দেখে একসময় চোখ পাকিয়েছিলেন অনেকে। কেউ বলেছিলেন, চুপিসারে সবই চলছে আবার কেউ বলেছিলেন, এরা ইন্ডাস্ট্রিতে আসেই এইসব করতে। আর যেদিন থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা এক হওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন সেদিন থেকেই যেন তাঁদের অনুরাগীদের মধ্যে এক আলাদা উত্তেজনা। বিতর্ক থেকে বাদ পড়েননি প্রিয়াঙ্কা নিজেও। তাঁরও নাম জড়িয়েছে টলিউড প্রযোজক থেকে ফটোগ্রাফার অনেকের সঙ্গেই।

প্রসঙ্গত, রাহুল কাজ করছেন হরোগৌরী পাইস হোটেল ধারাবাহিকে, কিছুদিন আগেই রিলিজ করেছে ফতেমা। অন্যদিকে রুকমা রুপসাগরে মনের মানুষ নিয়ে ব্যস্ত। প্রিয়াঙ্কা টলিউডের সঙ্গে সঙ্গেই এবার বলিউডে পা রাখতে চলেছেন।

priyanka sarkar Rahul Arunoday Banerjee tollywood Entertainment News
Advertisment