Raima Sen got Threat call: মা কালী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেখে এই অবস্থা? অভিনেত্রী রাইমা সেন প্রতিনিয়ত পাওয়া ধমকির চোটে জর্জরিত। সোশ্যাল মিডিয়া ছেড়ে এবার বাড়িতেও হুমকি দেওয়া শুরু!
Advertisment
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রাইমা সেন অভিনীত 'মা কালী' হিন্দি ছবির ফার্স্ট লুক। ১৯৪৬ সালের ১৬ই আগষ্ট। সেই দিনটি যেদিন ইতিহাসের পাতায় ১৯৪৬ এর ক্যালকাটা কিলিং ডে নামেও পরিচিত। সেই সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষাপটকে বজায় রেখেই এই ছবি। যেদিন থেকে এই পোস্টের প্রকাশ্যে এসেছে তারপর থেকেই রাইমার বাড়িতে হুমকির সম্মুখীন সকলেই।
বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে যেমন হুমকি দেওয়া হচ্ছে তেমনি রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল এমনকি খারাপ কথাও বলা হচ্ছে। অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমে এমন একটি কথাই জানিয়েছেন। তাঁর কথায়...
"আমি অবাক যে এরকম হতে পারে। ঠিক কী ভাষায় কথা বলা হচ্ছে আমি বলে বোঝাতে পারব না। সেগুলো মুখে বলা সম্ভব না। হিন্দি বাংলা সবরকম ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে।" এমনকি তাঁকে তাঁর দিদা সুচিত্রা সেনকে ঘিরেও নানা কথা বলা হচ্ছে। অভিনেত্রী জানালেন, কেউ কেউ বলছেন - আপনি সুচিত্রা সেনের ( Suchitra Sen ) নাতনি হয়ে পারলেন? আবার কেউ বলছেন... কলকাতায় তো থাকতেই হবে তাই না?
যদিও, এহেন কান্ড কেন হচ্ছে সেটা বেশ ভাবনার বিষয় রাইমার কাছে। আসন্ন লোকসভা ভোট। সেকারণেই কি এমন একটি ছবিকে প্রোপাগান্ডা হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এমনিও এখন সাম্প্রদায়িক ছবি কিংবা ঈশ্বর দেবতার নামের সঙ্গে মিল রেখে কোনও ছবি হলেই চড়তে থাকে উত্তেজনার পারদ। এবারও ব্যতিক্রম না। কিন্তু রাইমার কথায়...
"আমি বাইরে। বাবা মা বাড়িতে একা থাকেন। তারা বেশ চিন্তিত। শুধু তাই নয়, ওরা ভয়ে আছে। যদিও বাবা এসব বিষয় পাত্তা দিতে না করেছে। কিন্তু, আগে থেকে একটা ছবি দেখে হুটহাট বিশ্বাস করে নেওয়া মোটেই ঠিক না। শিল্পীর কাজ ভাল চরিত্রে অভিনয় করা। আমিও সেরকম একটা চরিত্র দেখেই রাজি রয়েছি। এখন দেখছি এই অবস্থা। আমার কেরিয়ারে এই প্রথম।"