Advertisment

ভ্যাকসিন যুদ্ধে নামলেন রাইমা সেন, অভিনেত্রীর হাত ধরলেন 'বিশ্ববরেণ্য' পরিচালক

নতুন যুদ্ধে সামিল সুচিত্রা নাতনি, অভিনেত্রী বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রাইমা সেন, সুচিত্রা সেন, Raima sen news, Raima sen marriage, Raima sen bollywood movies, bollywood movies, vivek agnihotri, the kashmir files, ie bangla entertainment news, আজকের বিনোদন, বিনোদনের খবর, latest entertainment news, entertainment news

রাইমার নতুন যুদ্ধ

সোশ্যাল ইস্যু নিয়ে ছবি এর আগেও হয়েছে। তবে, করোনা পরবর্তীতে এহেন বিভাগীয় ছবির বোধহয় প্রয়োজন ছিল। সেই যুদ্ধেই নামলেন রাইমা সেন। অভিনেত্রীকে এও যুদ্ধে কে পরিচালনা করছেন জানেন?

Advertisment

'দ্যা কাশ্মীর ফাইলসের' পরিচালক বিবেক অগ্নিহোত্রির নতুন ছবি 'দ্যা ভ্যাকসিন ওয়ারে' যোগ দিয়েছেন সুচিত্রা নাতনি রাইমা। খবর দিয়েছেন পরিচালক নিজেই। রাইমাকে সকলের সঙ্গে তিনি পরিচয় করিয়ে বললেন, ভ্যাকসিন ওয়ারের উত্তেজনা আরও বেড়ে গেল। এর আগে, যদিও বলিউডে কাজ করেছেন তিনি। তবে, এবার বিবেকের সঙ্গে জুড়েই যেন প্রবল উত্তেজিত রাইমা নিজেও। কী বলছেন অভিনেত্রী?

বলিউডে একেবারেই কামব্যাক করছেন না তিনি। তবে অভিনেত্রী বললেন, "আমার কাছে ফিল্মের অফার বহুদিন পরে এল। বড়পর্দার ছবি হিসেবে দারুণ লাগছে। ওয়েব সিরিজে কাজ করেছি। এটা একটা দারুন স্ক্রিপ্ট, তাই না বলতে পারিনি।" একের পর এক নিদারুণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। বাংলার বুকে হিট দিয়েছেন তিনি। কেন এত দেরি করলেন হিন্দি ছবি বেছে নিতে?

আরও পড়ুন < না ফেরার দেশে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়! অভিনেতার পোস্ট ঘিরে তুমুল শোরগোল >

বাংলায় কাজ করতে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি? নাকি অপেক্ষা করেছিলেন ভাল কিছুর? রাইমা বলেন, "আমি বাংলায় কাজ করার সঙ্গে সঙ্গে একটা হিট স্ক্রিপ্টের ভাবনায় ছিলাম। ভ্যাকসিন ওয়ার যখন হল, সত্যিই দারুন আগ্রহী ছিলাম। এখন শুটিং চলছে। আর সত্যিই বলতে গেলে বিবেক একজন অসামান্য পরিচালক। খুব চিল্ড আউট, একদম রাগারাগি নেই। তো ভালই চলছে কাজ।"

কেমন হতে চলেছে এই ছবি?

সূত্রের খবর ২০২০ সালে মারণ রোগের সময় বায়ো সাইন্টিস্ট এবং তাদের কর্মযজ্ঞ নিয়েই হবে এই ছবি। তাদেরকে একরকম ট্রিবিউট জানানোর জন্য তৈরি এই ছবি।

Vivek Agnihotri bollywood Raima Sen Entertainment News
Advertisment