Raj-Shubhashree: মা-কে নিয়ে বাপ-ব্যাটার মধ্যে সে কি ঝগড়া! রাজ-পরিবারের বড় খবর প্রকাশ্যে...

শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। ছেলে-মেয়েকে নিয়ে নানা মজার ভিডিও এবং ছবি পোস্ট করেন। এবার দেখালেন, কীভাবে তাঁর স্বামী রাজ চক্রবর্তী এবং ইউভান নিজেদের মধ্যে ঝগড়া করে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। ছেলে-মেয়েকে নিয়ে নানা মজার ভিডিও এবং ছবি পোস্ট করেন। এবার দেখালেন, কীভাবে তাঁর স্বামী রাজ চক্রবর্তী এবং ইউভান নিজেদের মধ্যে ঝগড়া করে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yu

দুজনের মধ্যে কী ঝগড়া!

এই বয়স থেকেই বাপ-ব্যাটার মধ্যে ঝামেলা? দুজনের গলার আওয়াজ ক্রমশই ঊর্ধ্বমুখী। আর সেই দৃশ্য সামনে আনলেন তাঁর মা। এ এক এমন ঝগড়া, দেখলে যেমন হাসি পেতে বাধ্য, ঠিক তেমনই ছোট্ট এক মানুষের যে তাঁর মা-কে নিয়ে কত দাবি থাকতে পারে, সেকথাই যেন আরও বেশি করে বোঝা গেল। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, ছেলের সামনে মাথানত বাবার। 

Advertisment

টলিপাড়ার বুকে তারকা-সন্তানদের নিয়ে নানা ধরণের আলোচনা হয়ে থাকে। কেউ কেউ তাঁদের মধ্যে বেশ জনপ্রিয় পর্যন্ত হয়। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, কেউ কেউ ছোট থেকেই খুব লাইমলাইটে থাকেন। তাঁর মধ্যে অন্যতম ইউভান চক্রবর্তী। রাজ-সন্তান যেদিন জন্মান, সেদিন থেকেই তাঁকে সকলেই বেশ ভালবাসেন। ছোট্ট ইউভান যেন সকলের সামনেই বড় হল। আর এখন যে জোরে গলায় তাঁর বাবার সঙ্গে ঝগড়া পর্যন্ত করতে শিখেছে। তাও আবার কাকে নিয়ে, নাকি মা! 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। ছেলে-মেয়েকে নিয়ে নানা মজার ভিডিও এবং ছবি পোস্ট করেন। এবার দেখালেন, কীভাবে তাঁর স্বামী রাজ চক্রবর্তী এবং ইউভান নিজেদের মধ্যে ঝগড়া করে। শুভশ্রী কার মা আর কার মাম্মা, এই নিয়েই বাবা-ছেলের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এমনকি, দুজনের মধ্যেই যে খুনসুটি- তা বেশ আনন্দ দিচ্ছে অভিনেত্রীকে। যে ভিডিও তিনি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে... 

Advertisment

রাজ বলছেন, শুভশ্রী আমার মাম্মা, আর ইউভানের কথায়, না আমার মা। ভালবেসে রাজ শুভশ্রীকে মাম্মা বলে ডাকেন। ছেলেকে মা এবং মাম্মার মধ্যে পার্থক্য বোঝাতে ব্যাস্ত বাবা রাজ। এদিকে, ছেলেও বুঝতে নারাজ। তারপর? একটা সময় রাজ বললেন, ও আমার ভালবাসা। এদিকে, মায়ের জন্য ইউভানের ভালবাসা কম না। সেও বলে বসল আমারও ভালবাসা। তারপর ঘটেছে মোক্ষম ঘটনা। ছেলেকে রাগাতে রাজ বলেন, 'ও আমার স্ত্রী'। আর ইউভান, তাঁর কথায়, 'হ্যাঁ, আমারও স্ত্রী।'  

এদিকে ছেলের এই বক্তব্যের পর যেন ভাষা হারালেন রাজ। আর বেশ মজাই পেয়েছেন শুভশ্রী নিজেও। 

Raj-Subhashree Entertainment News Today Raj Chakrabarty Subhashree Ganguly