এক বছরে পা দিল মেয়ে ইয়ালিনি। কন্যা সন্তানের জন্মদিন কিভাবে পালন করবেন রাজ এবং শুভশ্রী, সেই নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল। রাজ সকালবেলায় জানিয়েছিলেন, আজ মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে, শ্রী জগন্নাথের স্নান হবে এবং পুষ্প অভিশেক হবে।
মা শুভশ্রী নিজের হাতে দায়িত্ব নিয়েছিলেন সবটার। সকাল থেকে তার শাশুড়ির সঙ্গে মিলেমিশে, জন্মদিনের আয়োজন করছিলেন। একথা অস্বীকার করলে চলবে না যে রাজ এবং শুভশ্রী দুজনেই খুব ঈশ্বরে বিশ্বাসী মানুষ। তাদের বাড়িতে নানা পূজা এবং পার্বণ বেশ নিয়ম মেনে হয়। এবার মেয়ের জন্মদিনটাও ব্যতিক্রম নয়। আজকের বিশেষ দিনে, কিভাবে তারা আয়োজন করলেন পুরো বিষয়টার, সেটাই দেখালেন শুভ।
মা এবং মেয়ে দুজনেই সেজেছেন, গোলাপি রঙের পোশাকে। ইয়ালিনীকে কোলে নিয়েই শুভশ্রী, ভগবানের সেবা এবং পুষ্প অভিষেক করলেন। একে একে সকলেই ছড়িয়ে দিলেন ফুল। ভগবান সেজে উঠলেন ফুলের অঙ্গরাগে। বাদ পড়লেন না ইয়ালিনির বড় ভাই ইউভানও। সেও আনন্দ করতে করতে ভগবানের উদ্দেশ্যে পুষ্প ছড়িয়ে দিল। অন্যদিকে শুভশ্রী, প্রস্তুতির একটি ভিডিও শেয়ার করেছেন সমাজের মাধ্যমে।
অভিনেত্রী মেয়ের জন্মদিন উপলক্ষে, যেমন দায়িত্ব নিয়েছিলেন তেমন সেটা পালনও করেছেন। পুষ্প অভিষেকের প্রত্যেকটা ফুল, নিজে হাতে ছাড়িয়েছেন তিনি। তাকে সাহায্য করেছেন পরিবারের অনেকেই। শুভশ্রী এদিন শুধুই মা। চারিদিকে ফুলের ছড়াছড়ি। গোলাপ থেকে পদ্ম থেকে চন্দ্রমল্লিকা বাদ নেই কিছুই। অভিনেত্রীকে বলতে শোনা গেল...
https://www.facebook.com/share/r/1HAVfhfVLZ/
"আমার মেয়ের এক বছরের জন্মদিনের প্রস্তুতি চলছে। আমরা সকলেই খুব স্পিরিচুয়াল মানুষ। আমরা ঈশ্বরে বিশ্বাসী। আর সেই কারণেই আমরা আমাদের জন্মদিন এভাবে উদযাপন করি। ভগবানের পুষ্প অভিষেক হবে সেই কারণেই ফুলের, পাপড়ি আলাদা করা হচ্ছে। ৫০০ টা পদ্ম, ৫০০ টা গোলাপের পাপড়ি, এবং ৫০০ টা চন্দ্রমল্লিকা... শেষ দু'ঘণ্টা ধরে আমরা ছাড়িয়ে চলেছি। কারণ এগুলো দিয়েই স্নান হবে ভগবানের।"
/indian-express-bangla/media/post_attachments/d3ba3eb6-793.png)
অভিনেত্রীর সঙ্গে হাত লাগিয়েছিলেন, রাজের পরিবারের অন্যান্য সদস্যরাও। পুষ্প অভিষেকের পরে ইয়ালিনি, তার মতোই মিষ্টি একটি কেক কেটেছে। খুদে পরনে সাদা রঙের পোশাক। এবং গোলাপি রঙের একটি দোতলা কেক, ছোট্ট ছোট্ট হাত দিয়ে পরিমাপ করে নিচ্ছে সে। এই ছবি ও শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। রাজকন্যের মিষ্টি মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।