Advertisment
Presenting Partner
Desktop GIF

অ্যাভেঞ্চারস অফ জোজো নিয়ে ফিরছেন রাজ চক্রবর্তী

কাটমুণ্ডু টু কাম্বডিয়া ভেস্তে যাওয়ার পর আবার নতুন ছবি নিয়ে কাজ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম অ্যাডভেঞ্চারস অফ জোজো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অ্যাভেঞ্চারস অফ জোজো নিয়ে ফিরছেন রাজ চক্রবর্তী

বছরের শেষেই পর্দায় আসছে জোজোর অ্যাডভেঞ্চারের গল্প

Advertisment

আবার নতুন করে ছবির আয়োজনে ব্যস্ত রাজ চক্রবর্তী। বিয়ের পরই শোনা গিয়েছিল ভেস্তে গেছে কাটমুণ্ডু টু কাম্বডিয়া। তবে তাতে দমে যাওয়ার পাত্র ছিলেন না রাজ। 'টং লিং' ছবিটা করা যাবে না জেনে খারাপ লেগেছিল তাঁর। তবে ছোটদের নিয়ে আসছেন তিনি। ছবি অ্যাডভেঞ্চারস অফ জোজো।

ছবির ফার্স্টলুক নিজে ট্যুইট করেছেন রাজ। ভেঙ্কটেশের প্রযোজনায় এই বছরের শেষেই পর্দায় আসছে জোজোর অ্যাডভেঞ্চারের গল্প।

ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে যশোজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এই ছবি দিয়েই ডেবিউ করছে টলিউডে। সিনেমায় আরও একটি চমক আছে। সহজপাঠের গপ্পোর সামিউল আলমকেও দেখা যাবে অ্যাডভেঞ্চারস অফ জোজোয়।
জেঠুর বাড়ি বড়পাহাড়িতে ঘুরতে গিয়ে জোজোর দেখা হয় মাহুতের ছেলে শিবুর সঙ্গে। এরপর জঙ্গলে জোজো ও শিবু দেখতে পায় বাঘ মরে পড়ে আছে। আস্তে আস্তে উদ্ধার হয় পোচার মুনিয়া হাজারির মতলব। জোজো কি পারবে পাচারকারীদের হাত থেকে বাঘ চেঙ্গিসকে বাঁচাতে?

আরও পড়ুন, অনিশ্চয়তায় রাজ চক্রবর্তীর ছবি কাটমুণ্ডু টু কাম্বডিয়া

ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ে বড়পাহাড়ি রওনা দিয়েছেন রাজ চক্রবর্তী। ছবিতে পোচারের ভূমিকায় রুদ্রনীল ঘোষ। দেখা যাবে মনামি ঘোষকেও। এবছরের শেষের দিকেই মুক্তি পাবে অ্যাভেঞ্চারস অফ জোজো।

tollywood
Advertisment