Raj Chakrabarty-Subhashree Ganguly: 'সারপ্রাইজ দিতে গেলেও ওঁর সাহায্য লাগে', শুভশ্রীর জন্মদিনে কী প্ল্যান রাজের?

Subhashree Ganguly Birthday: জন্মদিনে শহরের বাইরে শুটিংয়ে ব্যস্ত স্ত্রী। শুভশ্রীর সঙ্গে দেখা করতে ইয়ালিনি-ইউভানকে নিয়ে কোথায় গেলেন রাজ?

Subhashree Ganguly Birthday: জন্মদিনে শহরের বাইরে শুটিংয়ে ব্যস্ত স্ত্রী। শুভশ্রীর সঙ্গে দেখা করতে ইয়ালিনি-ইউভানকে নিয়ে কোথায় গেলেন রাজ?

author-image
Kasturi Kundu
New Update
SWDQWEDQWEW

শুভশ্রীর জন্মদিনে আমি ইউভান আর ইয়ালিনিকে নিয়ে দুমকা যাচ্ছি: রাজ

Subhashree Ganguly: ৩ নভেম্বর টলিউডের 'লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনে শহরের বাইরে অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ওয়েটিং রুমের শুটিং চলছে। জন্মদিনে পরিবারের থেকে দূরে থাকলেও প্রিয় মানুষগুলো পৌঁছে গিয়েছে তাঁর কাছে। শুভশ্রীর জন্মদিনের সকালেই ইউভানকে নিয়ে দুমকার উদ্দেশে রওনা দিয়েছেন রাজ। স্ত্রীর জন্মদিনে কী প্ল্যানিং? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে কী জানালেন?

Advertisment

পরিচালক রাজ চক্রবর্তী বললেন, 'এবছর শুভশ্রীর জন্মদিনটা একটু স্পেশাল। ১২ টার পরই মহিলা ক্রিকেট বিশ্বকাপের ঐতিহাসিক জয় যা দেশের গর্ব। ও ক্রিকেট ভীষণ ভালবাসে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও খেলা দেখেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবির শুটিং চলছে। ও যেহেতু আসতে পারছে না তাই আমি ইউভানকে নিয়ে দুমকা যাচ্ছি। আজকের দিনটা ওঁর সঙ্গেই কাটিয়ে কাল ফিরব। ইয়ালিনি ছোট তাই ওকে নিয়ে আসিনি।' শুভশ্রীর জন্য জন্মদিনে কোনও সারপ্রাইজ প্ল্যান করেছেন রাজ? এই প্রশ্নের একটি মজার উত্তর দিয়েছেন রাজ। 

আরও পড়ুন মায়ের সঙ্গে 'সন্তান'-এর বন্ডিং কেমন? ফাঁস করলেন পরিচালক রাজের মা, দেখুন ভিডিও

Advertisment

অকপট স্বীকারোক্তি, 'আমি আসলে ওভাবে সারপ্রাইজ দিতে পারি না। যদি কোনও সারপ্রাইজ কখনও প্ল্যানও করি সেখানেও ওঁর সাহায্য নিতে হয়। আমি পরিস্কার শুনে নিই কী ভাবে সারপ্রাইজটা দেওয়া সম্ভব। ও যেমন বলে সেভাবেই প্ল্যান করি আর সেটাতেই শুভ আনন্দ পায়। আজকের দিনে আমরা সবাই যাচ্ছি, এটাই ওঁর কাছে ভাল লাগা। জন্মদিনে পরিবারের সঙ্গে দেখা হলে যে কারওই ভাল লাগে। ইউভান-ইয়ালিনির মায়ের সঙ্গে দেখা হবে বলে খুব খুশি। শুটিংয়ের পর একসঙ্গে সময় কাটানোর একটা প্ল্যান রয়েছে।'

আরও পড়ুন রবিবাসরীয় ছুটির দিনেও পড়াশোনা! রাজের ক্যামেরাবন্দি ছোট্ট ইউভানের কীর্তি, দেখুন ভিডিও

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় যুগলের লাভিডাভি ছবি পোস্ট করে প্রিয়তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ। অনুরাগীরাও কমেন্ট বক্সে শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ফিল্মি কেরিয়ারের দিক থেকে দেখলে, চলতি বছরে শুভশ্রী অভিনীত 'গৃহপ্রবেশ' বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে। আর 'ধূমকেতু'-র সাফল্য তো একেবারে নজিরবিহীন। এছাড়াও মুক্তির অপেক্ষায় শুভশ্রীর নতুন প্রজেক্ট অনুসন্ধন ও সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে। তার মাঝেই প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ওয়েটিং রুম-এর ফার্স্ট লুক পোস্টার। 

আরও পড়ুন 'পুষ্পা ২'-র দাপটে হল পাচ্ছে না বাংলা ছবি! 'সন্তান' মুক্তির আগে কী বলছেন রাজ চক্রবর্তী?

Raj-Subhashree Raj Chakrabarty Subhashree Ganguly