Raj Chakrabarty-Yuvaan: রবিবাসরীয় ছুটির দিনেও পড়াশোনা! রাজের ক্যামেরাবন্দি ছোট্ট ইউভানের কীর্তি, দেখুন ভিডিও

Yuvaan Video: রবিবারও রীতিমতো পড়াশোনায় মগ্ন ছোট্ট ইউভান। রাজের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। দেখুন ইউভানের কীর্তি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sdasw

রাজের ক্যামেরাবন্দি ছোট্ট ইউভানের কীর্তি

Raj-Yuvaan Video: তারকা সন্তানদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহটাই আলাদা। যদি প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর 'ছানা-পোনা' হয় তো পোয়া বারো। একটা সময় যখন সইফিনার বড় ছেলে তৈমুর আলি খান ছিল মায়ানগরের মধ্যমণি। একরত্তি তৈমুরকে ঘিরে সেলেব পাপারাৎজ্জিদের উপচে পড়া ভিড়। যদিও নবাব বেগম করিনা কাপুর খান দুই সন্তানের ছবি তোলার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন।

Advertisment

একদিকে যখন ছোট্ট তৈমুর রীতিমতো বি-টাউন কাঁপাত, তখন টলিপাড়ার নয়নের মণি হয়ে ওঠে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও বড় ছেলে ইউভান। এখনও রাজশ্রীর ছেলে সোশ্যাল মিডিয়ায়  'ট্রেন্ডিং'। দুই তারকা সন্তানের জনপ্রিয়তার বাড়বাড়ন্তের নিরিখে প্রযুক্তির সাহায্যে তো সোশ্যাল মিডিয়ায় একবার 'বাচ্চা বদল'-ও হয়েছিল। শুভশ্রীর কোলে তৈমুর আর করিনার কোলে ইউভান। 

এই তারকা সন্তানদের কার্যকলাপ এখনও সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। যদিও সইফের উপর হামলার পর ওপারের চিত্র খানিকটা বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৈমুরের আর দেখা মেলে না। ভবিষ্যতে মিলবে কিনা তা এখন প্রশ্নচিহ্নের মুখে। আলিয়া ভাটও তাঁর একমাত্র কন্যা রাহা কাপুরের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন। তবে টলিউডের চিত্রটা এখনও পাল্টায়নি। বন্ধ হয়নি ইউভানের আনাগোনা। কখনও তারকা মম শুভশ্রীর কোলে তো কখনও আবার স্পাইডার ম্যান হয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে যায় ছোট্ট ইউভান।

Advertisment

এবার প্রকাশ্যে আরও এক কীর্তি। রবিবাসরীয় ছুটির দিনে বাচ্চারা যখন খেলায় মত্ত, তখন ইউভান ঘরের কালো মেঝেকেই বানিয়ে ফেলেছে ক্যানভাস।সেখানে সাদা চকে হরেক রকমের আঁকিবুকির সঙ্গে রয়েছে বেশ কিছু ইংরাজি অক্ষর, সংখ্যাও। ছোট্ট ইউভান যেন একদম গম্ভীর বড়দা! সন্তানের এই মুহূর্তটাকে ক্যামেরবান্দি করেছেন ড্যাডি কুল রাজ চক্রবর্তী। ছুটির দিনে পরিবারের সঙ্গেই সময় কাটান রাজ।

আরও একবার রাজের সেই ফ্যামিলি ম্যান ইমেজের প্রমান এই ছবি। 'মাই স্টার মাই বেবি মাই জান' ক্যাপশনে ভিডিও পোস্ট করতেই সুপারমম শুভশ্রী দিলেন লাল হৃদয়ের ইমোজি। পরিচালক রাজ চক্রবর্তী শুধু ইউভানের ভিডিও-ই পোস্ট করেননি, ইনস্টা স্টোরিতে চোখ রাখলে দেখা যাচ্ছে দুদিকে ঝুটি বাঁধা রাজকন্যা ইলিয়ানার মিষ্টি ছবি।

Bengali Cinema Bengali Film Bengali News Raj Chakrabarty Bengali Film Industry Yuvaan