/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/raj.jpg)
Raj and Mithun- মিঠুনকে নিয়ে কী বললেন রাজ? ছবি-সংগৃহীত
Raj and Mithun: শরীর সুস্থ হতে না হতেই মিঠুন চক্রবর্তী ফিরলেন শুটিং ফ্লোরে। ফের একবর্জ কলকাতায় তিনি কাজ করছেন। এবার, তাঁর নির্দেশক পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘদিন পর রাজ ফিরেছেন চেনা জায়গায়।
এর আগেই জানা গিয়েছিল, রাজ ( Raj Chakraborty ) SVF এর হাত ধরে আবার ফিরেছেন। শুধু তাই নয়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর পরবর্তী ছবি আবারও SVF এর ব্যানারে। আর এবার, মিঠুন ( Mithun Chakraborty ) চক্রবর্তী রয়েছেন রাজের সঙ্গে। সেটে এসেই মিঠুন কী বলছেন?
কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর, মাত্র কিছুদিনের ব্যবধানে এবার ফিরলেন ফ্লোরে। রাজ চক্রবর্তী আপ্লুত তাঁকে ফ্লোরে পেয়ে। তিনি বলছেন... "অনেকবছর পর SVF এর সঙ্গে কাজ করছি। দারুণ একটা সেট লেগেছে। সবাই ভীষণ স্মুথ কাজ করছে। বেশ ভাল লাগছে।"
ফ্যামিলি ড্রামা শুট করছেন রাজ। শুধু তাই নয়, পরিচালক হিসেবে তাঁর আনন্দের শেষ নেই। বলেন, মিঠুন দা সেটে এসেই খুব খুশি। বারবার ক্যামেরা পার্সনকে বলছেন, ক্যা বাত ক্যা বাত! আমার যে কী ভাল লাগছে। সেটে উপস্থিত রয়েছেন আরও অনেকেই। সোহিনী সেনগুপ্ত থেকে অনুসুয়া চৌধুরী। বাড়ির দরজায় লেখা বোস...আসলে কী হতে চলেছে এই ড্রামা, সেটা তো সময় বলবে।
উল্লেখ্য, এর আগে মিঠুন চক্রবর্তী অভিনয় করেন কাবুলিওয়ালার চরিত্রে। সেখানেও তাঁর অভিনয় দারুণ মন ছুঁয়েছিল সবার। সামনে, সোহম চক্রবর্তীর প্রযোজনায় কাজ করছেন। খবর, এমনই দেবের সঙ্গে বাকি তাঁকে দেখা যাবে আবার একবার।