/indian-express-bangla/media/media_files/2025/10/08/yaa2-2025-10-08-17-03-22.jpg)
রাজ-শুভশ্রী মহাকাল মন্দিরে...
/indian-express-bangla/media/media_files/2025/10/08/560357834_18341883397165025_9065843365698857871_n-2025-10-08-17-04-42.jpg)
সকলের পরনে সাদা লাল রঙের পোশাক। রাজ-পরিবারের মানুষ যে বেশ ইস্বরে ভক্তি করেন সে তো নানা ভাবেই বোঝা যায়। আর এবার পুজোর পালা মিটতে না মিটতেই কোথায় গেলেন তাঁরা?
/indian-express-bangla/media/media_files/2025/10/08/561536317_18341883652165025_6475886101561252581_n-2025-10-08-17-05-02.jpg)
তীর্থ করতে বয়স লাগে না, ঈশ্বরের ডাক লাগে। আর সে কারণেই রাজ - শুভশ্রী তাঁদের ২ সন্তানকে নিয়ে গেলেন মহাদেবের দরবারে। এক্কেবারে সাদামাটা পরিবারের মতই ঈশ্বরসেবায় লীন হতে দেখা গেল তাঁদের।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/560553784_18341883382165025_6468097605718260943_n-2025-10-08-17-05-22.jpg)
জয় মহাকাল ধ্বনি দিলেন তাঁরা যাত্রাপথে। এদিকে তাঁদের ছানাপোনারা দুস্টুমি করতে বেজায় ব্যাস্ত। দুটি মুহূর্ত একেবারেই ভোলার না। সেগুলি কী?
/indian-express-bangla/media/media_files/2025/10/08/yaa-2025-10-08-17-05-52.png)
প্রথম ইয়ালিনি গান ধরতেই ইউভান যেন বোনকে থামাতে ব্যাস্ত। ঠিক আর সব দাদারা যেভাবে বোনকে বিরক্ত করে, ঠিক তাই। তারপরে তাঁর খিলখিলিয়ে হাসি দেখার মতো। অন্যদিকে, মা শুভশ্রী যখন শিবকে স্নান করাচ্ছেন, তখন তাঁর দিকে জল ছিটকে আসায় বেশ ইতস্তত বোধ করে সে।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/561996468_18341883406165025_5040924000591838882_n-2025-10-08-17-06-16.jpg)
দুই সন্তানকে নিয়ে তাঁদের এই ঈশ্বর ভ্রমণ ঠিক যেন স্বপ্নের মতো। এই প্রসঙ্গে শুভশ্রী ছবি শেয়ার করে লিখলেন, "জয় মহাকাল।"
/indian-express-bangla/media/media_files/2025/10/08/561086339_18341883415165025_1116724334786548277_n-2025-10-08-17-06-37.jpg)
কপালে তিলক, মহাকাল মন্দিরে মাথায় ঘোমটা দিয়ে রাজ ঘরণী শুভশ্রী একটি ছবি তুললেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/561841373_18341883562165025_6763125165852135648_n-2025-10-08-17-06-54.jpg)
অন্যদিকে চোখে রোদ-চশমা এবং কপালে মহাকাল নামের তিলক কেটে রাজের ঈশ্বর-আরাধনা নজর কাড়ল।