/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/raj1.jpg)
raj-shubhashree: ভোট দিতে গিয়ে ট্রোল হলেন রাজ-শুভশ্রী...
Raj-Subhashree Casts Vote: ভোট ভোট ভোট দিন! আজ শেষ দফার ভোট কলকাতায়। যথারীতি, টলিউড তারকাদের ভোট দেওয়ার পাশাপাশি তাদের এবারের লুকও ভাইরাল।
মহারাষ্ট্রের সেলেবরা ঠিক যেভাবে সাদা পোশাক পড়ে ভোট দিতে গিয়েছিলেন, টলিউডের ক্ষেত্রেও অন্যথা হল না। সপরিবারে, রাজ চক্রবর্তী গেলেন ভোট দিতে। মা, শুভশ্রী এবং দিদিদের নিয়ে দেখা গেল রাজকে। মাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেলেন রাজ। পরনে সাদা পোশাক। রাজ, ভোট দিলেন নিজের পোলিং বুথে।
তারপর, সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সাদা পোশাকে তর্জনী দেখিয়ে নিজের মতামত জানালেন রাজ। এও বলেন, আজ ভোট ভোট ভোট দিন! এদিকে, রাজ এবং শুভশ্রীর ভোট দেওয়ার বহর দেখে একদল হেসে খুন। কারণ?
আরও পড়ুন - Mir Afsar Ali: ভোটের প্রচার শেষে দুই প্রার্থীর তুমুল মারপিট! মীরের বাড়ির সামনে হচ্ছেটা কী?
সাদা রঙের পোশাক পরে শুভশ্রী ভোট দিতে যাওয়ায় তিনি বিরাট ট্রোল হলেন। বলিউড তারকাদের নাকি নকল করেই দিন যায় তাঁর? এমনি মন্তব্য দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
কেউ বললেন, আপনার মনে হয় নকল না করলে চলে না? আবার কেউ বললেন, চিকনকারী পড়ে বলিউড তারকার গিয়েছিলেন, শুভশ্রীও তাই। আবার কেউ বলে, সবাই ঠিক বলে, এ নাকি গরীবের করিনা! সবসময় কপি।