সিনে দুনিয়ায় এখন শুধুই বয়কট ট্রেন্ড! দায়িত্ব নিয়ে হিন্দি সিনেমাকে বয়কট করছেন সারা দেশের দর্শকরা। এমনকি আগামীর প্ল্যানিংও তারা সেরে ফেলেছেন। তবে এর মাঝেই টলিউডেও কী একই ঘটনা ঘটতে চলেছে? রাজ চক্রবর্তীর ( Raj Chakraborty ) 'ধর্মযুদ্ধকেও' একই কাঠগড়ায় দাঁড় করালেন সিনেভক্তরা?
Advertisment
অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে রিলিজ করেছে রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ'। প্রায় দুই বছরের অপেক্ষা শেষে এই ছবি রিলিজ করেছে। আর রিলিজ করার পরেই এমন ঘটনা। সোশ্যাল মিডিয়ায় 'ধর্মযুদ্ধ' বয়কটের ডাক দিচ্ছেন নেটজনতা? কিন্তু কেন? তাদের বক্তব্য, রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি 'ধর্মযুদ্ধ'তে দেখানো হয়েছে শ্রীমদ্ভগবদগীতার শ্লোক পাঠ করে মানুষের গলা কাটার দৃশ্য। এর উল্লেখ আদৌ হিন্দুধর্মে নেই। জ্ঞানত হিন্দুধর্মকে টার্গেট করা হয়েছে, এই ছবি বয়কট করুন।
দেশ তথা রাজ্যে ধর্মীয় বিবাদ লেগেই আছে। বেশ কিছুদিন আগেও এই নিয়ে তোলপাড় কম হয়নি। আর এবার নিজের ছবিকে এহেন ধর্মীয় কাঠগড়ায় উঠতে দেখেই রেগে আগুন পরিচালক সাহেব নিজে। তিনিও চুপ থাকলেন না। সোজা ভাষায় জবাব দিলেন। লিখলেন, গলা কাটার দৃশ্য তো দুর! এক ফোঁটা রক্তপাত পর্যন্ত এই ছবিতে দেখানো হয়নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছ? তোমরা পাগল নাকি ছাগল?
যথারীতি সারা দেশজুড়ে বিগ বাজেট সিনেমাগুলোকে বয়কটের খাতায় উঠতে দেখেই রীতিমতো আতঙ্ক ঘিরে ধরেছে রাজ কে? এদিকে রাজের সঙ্গ নিয়েছেন অনেকেই। তাদের বেশিরভাগই বলছেন, বয়কট একটা ট্রেন্ড শুরু হয়েছে। যাকে দেখতে না পারি তার চলন ব্যাকাঁ।