বলিউড থেকে টলিউড, থেকে রাস্তার এপার ওপার...'খেলা হবে' স্লোগান এখন এদিকে ওদিকে চারপাশে। এমনকি আলিয়া ভাট নিজেও খেলা হবে বলেছেন। এদিকে, রাজ চক্রবর্তীর নতুন এবং প্রথম ওয়েব সিরিজে 'খেলা হবে' গান... তাহলে কী?
'আবার প্রলয়' দিয়েই সিরিজের দুনিয়ায় অভিষেক ঘটছে রাজ চক্রবর্তীর। অনিমেষ দত্ত ফিরছেন পর্দায়। ফলেই, এক আলাদা উত্তেজনা। সিরিজের একটি গানের প্রধান লাইনে, খেলা হবে। রাজ চক্রবর্তী সিনে-দুনিয়ার সঙ্গে সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে কি সেকারণেই পছন্দ হল এই শব্দটি? গানটির শোভা বাড়িয়েছেন নুসরত ফারিয়া এবং গৌরব চক্রবর্তী। অবাক শুনতে লাগলেও, গৌরব এই ছবিতে একদম ভিন্ন চরিত্রে। এবং একটি আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে তাঁকে।
গানের লাইন, 'তোমায় নিয়ে খেলা হবে মেনকা...' কিন্তু খেলা হবে কেন? রাজ চক্রবর্তীর কাছে প্রশ্ন যেতেই তিনি হাসির সুরে বললেন, "এমনি। এটা একটা ট্রেন্ড এখন। শুধু কি তাই? রাজ হাসতে হাসতে জবাব দিলেন, অবশ্যই! এর সঙ্গে অন্য কোনও সম্পর্ক নেই। শুধু এটুকু বলতে পারি, সারা দেশে এখন এই শব্দটি জনপ্রিয়। সেকারণেই এটিকে জোড়া হয়েছে গানের সঙ্গে"। পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী যে স্টার তৈরি করতে পারেন এই উদাহরণ আগেও মিলেছে। তবে, তিনি যে অসাধ্য সাধন করতে পারেন তাও পরিষ্কার।
ট্রেলার জুড়ে উন্মাদনা। অনিমেষ এবং বিনোদ বিহারী ফিরছেন বলেই উত্তেজনার শেষ নেই। কিন্তু রাজ বললেন, ট্রেলারে কিছুই নেই। সিরিজ দেখলে লোম খাঁড়া হয়ে যাবে। শুধু তাই নয়, অভিনয় করেছেন যে কচিকাঁচারা, তাদেরকে দিয়েও ভয়ঙ্কর সব কাজ করিয়েছেন তিনি।