প্রকাশ্যে 'আবার প্রলয়ের' ট্রেলার। রাজ শুভশ্রীর যেন ড্রিম প্রজেক্ট। এই ছবির মাধ্যমেই শুভশ্রীর হাতে খড়ি হচ্ছে প্রযোজক হিসেবে। কিন্তু এতেও নাকি রাজ চক্রবর্তী টুকে কাজ করেছেন? তুখোড় খোঁচা দিলেন রাহুল বন্দোপাধ্যায়।
Advertisment
রাজের হাত ধরেই কাজ শুরু করেছিলেন তিনি। 'চিরদিনই তুমি যে আমার' - ব্লকবাস্টার হিট হয়েছিল এই ছবি। আর সেই মানুষ কিনা রাজের কাজকেই খোঁটা দিচ্ছেন? রাহুল এমনিও নিজের বক্তব্য নিয়ে সবসময় পরিষ্কার। শুধু তাই নয়, সহজ কথায় বিশ্বাসী। তাই তো 'প্রলয়ের' ট্রেলারে নজর পরতেই নানা কথা বলতে দেখা গেল তাঁকে। গতকাল ট্রেলার লঞ্চ হতেই কেউ কেউ বললেন, কিছুটা আশ্রম সিরিজের নকল। আবার কেউ বললেন, হাওয়া ছবির মতো লাগছে। কিন্তু, রাহুল প্রশ্ন তুললেন অন্য বিষয়ে।
ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাচ্ছে এক অনন্য ভুমিকায়। কিন্তু, তাঁর নতুন লুক দেখে সকলের মনে একটাই প্রশ্ন, এটা কি পঙ্কজ ত্রিপাঠি লাইট? খুব একটা অমিল নেই দুজনের মধ্যে। আর এই পার্থক্য নজর এড়াল না রাহুলের নিজেরও। সোজা সাপটা ভাষায় লিখলেন তিনি..
যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে,এটাই যা...। এখানেই শেষ না। রাহুল জানেন এরপর তাঁর দিকে ধেয়ে আসবে আক্রমণ। তাই, এও বাৎলে দিলেন সবধরনের ট্রোলকে স্বাগত জানালাম। যদিও, রাহুল একা নয় বরং সকলেরই নজরে পড়েছে এই বিভেদটুকু। এককথায়, রাজকে পার্থক্যটা দেখিয়ে দিলেন তিনি। অভিনেতাকে সাপোর্ট করেছেন অনেকেই। এমনকি অভিনেতা জয়জিৎ নিজেও এমন কথা বললেন... যে কপি করে সেই রাজ করে ভাই!