রাজ চক্রবর্তী মানেই তিনি স্টার তৈরি করেন। তাঁর থেকে ভাল স্টোরিলাইন বর্তমানে কেউ তৈরি করতে পারেন না। তিনি যেভাবে কাজ করে চলেছেন তার প্রশংসা না করে উপায় নেই। কিন্তু...
Advertisment
একটা সময় শিয়ালদহ দিয়ে ডেইলি প্যাসেঞ্জারী করেছেন তিনি। টিকিট কাটার আগে অন্তত পাঁচবার ভাবতে হত। কিন্তু, নিজেকে তাও নিয়মানুবর্তিতার মধ্যেই ধরে রেখেছেন তিনি। আজও নিজেকে মাটির মানুষ হিসেবেই বিবেচনা করেন। হালিশহরের ছেলে শিবু চক্রবর্তী রাজ চক্রবর্তী হয়ে উঠতে কাঠখড় কম পোড়াননি।
একসময় নন্দনে তিনি টিকিট বিক্রি করেছেন। কিন্তু, তারপরেও তাঁর মনে হয় সেসব দিনগুলো ছিল বলেই তিনি নিজেকে আজও ধরে রাখতে পেরেছেন। রাজ বলেন, নন্দনে আড্ডা মেরেছি, টিকিট বিক্রি করেছি। আমার মনে হয়, যারা আমাদের মত মফসসল থেকে আসে, তাদের একটু সাফল্য পেলেই মাথা ঘুরে যায়। আমার সেটা মনে না হওয়ার পেছনে একটা বিরাট কারণ রয়েছে। কারণ, আমি মনে করি আমায় রোজ পারফর্ম করতে হবে। সেটা না করলে বিপদ।
শুরুর দিকে, সহকারী পরিচালক হিসেবে তিনি বহু কাজ করেছেন। প্রয়োজনে নাম পর্যন্ত বদলে দিয়েছেন তিনি। কিছুদিন আগেও, নিজের নতুন রিলিজ আবার প্রলয় নিয়ে চূড়ান্ত প্রশংসা পেয়েছেন তিনি। প্রথম ওয়েব সিরিজে হাত দিয়েছিলেন, আর তাতেই অনিমেষ দত্ত কাঁপিয়ে দিয়ে গিয়েছেন।
সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন রাজ স্টার তৈরি করতে পারে। কানাঘুষো খবর, তিনি নাকি ব্যারকপুরের প্রাক্তন বিধায়কদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। কারণ, এবার ব্যারাকপুর ক্রাইম থ্রিলার বানাতে চলেছেন তিনি। সেই নিয়েই কাজ শুরু করেছেন।