/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/raj.jpg)
ছেলে-মেয়েকে নিয়ে কী বললেন রাজ?
রাজ চক্রবর্তীর পরিচালনায় আসতে চলেছে বাবলি। সেই সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায় এবং অনেকেই। বুদ্ধদেব গুহ সৃষ্ট এই গল্পটি যেন প্রেমের রসায়নের এক অন্যতম চালচিত্র বহন করেছে, ঠিক তেমনই রাজ চক্রবর্তী সেটি নির্মাণে একেবারেই কোনও কার্পন্য করেননি।
পরিচালক নিজের দায়িত্ব পালন করেছেন। শুভশ্রী জানিয়েছিলেন, রাজ ছিলেন বলেই হয়তো তিনি এবং আবির রোমান্টিক দৃশ্যগুলো এত সহজেই করতে পেরেছেন। রাজ জানিয়েছেন, বুদ্ধদেব গুহ খুব আনন্দ পেয়েছিলেন যে এমন একটি ছবি তাঁরা বানাতে চলেছেন। নিজের গল্প নিয়ে যখন ছবি তৈরি হচ্ছে, শুভশ্রীকে দেখে নাকি তিনি এও বলেছিলেন, এই আমার বাবলি।
কিন্তু, একদিকে যখন তিনি বাবলি তৈরি করছেন, ঠিক তখন বাড়িতে দুই সন্তান। ইয়ালিনি তখন খুব ছোট। তাঁকে একলা রেখেই শুভশ্রী এবং রাজ একসঙ্গে শুটিং করতে ব্যস্ত। কিন্তু, ইউভান তখন দাদা হিসেবে বিরাট চার্জে। বোনের খেয়াল রাখতে ভূমিকা পালন করেছিল সেই একরত্তি। এবার, রাজ দুই ভাইবোনের কথাই প্রকাশ্যে আনলেন। মেয়েকে এখনও সকলের সামনে আনেননি তারা। কিন্তু রাজের কথায়...
ইউভান এবং ইয়ালিনীর মধ্যে খুনসুটি চলছে এখন? পরিচালকের কথায়, "ইউভান তাঁর বোনকে খুব ভালবাসে। ও ওকে ধরে এখন চটকায়। ও ভাবে হয়তো, এটা একটা খেলার পুতুল। মানে যেরকম বেবি ডল হয় না, ঠিক সেরকম।" শুভশ্রী ইয়ালীনির জন্মের সময় থেকেই বাবলি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, তাঁর পাশাপাশি ছেলেমেয়েকে নিয়েও ব্যস্ত ছিলেন তিনি।
উল্লেখ্য, এর আগে রাজ আবার প্রলয় সিরিজের মাধ্যমে আলোড়ন তুলেছিলেন। তারপর এল এই ছবি। একদম ভিন্ন ধরনের ছবি, নিয়ে আসছেন তিনি। যদিও, রাজ বর্তমানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই পদ সামলাবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গৌতম ঘোষ।