/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/raj-subhashree1.jpg)
রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সন্তান যুবান একটু একটু করে বড় হচ্ছে। ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা দেখে অবাক হতে হয়। আর হবে না-ই বা কেন, বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিতে ওই নরম তুলতুলে মুখ, হাত-পা দেখে নেটিজেনরাও পুরোদস্তুর আদরে ভরিয়ে দেন রাজ-শুভশ্রীর রাজপুত্তুরকে। অনেকেই আবার আদর করে তাঁকে 'টলিউডের তৈমুর' বলে সম্বোধন করেন। সম্প্রতি, পরিচালক রাজ স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছেলে যুবানের নতুন ছবি শেয়ার করে এক আদরমাখা পোস্ট করেছেন। যে পোস্ট দেখে নেটজনতারা রীতিমতো গদগদ। কমেন্ট সেকশনে শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন তাঁরাও।
রাজ চক্রবর্তীর শেয়ার করা ছবিতে ছোট্ট যুবানকে দেখা গিয়েছে মা শুভশ্রীর কোলে বসে। পরনে নীল গেঞ্জি। এই বয়সেই একেবারে যেন শিখে গিয়েছে যে, ক্যামেরার দিকে কীভাবে তাকাতে হয়। নেটিজেনদের একাংশের মন্তব্য, 'ছোট্ট যুবান এখন থেকেই বেশ ক্যামেরা ফ্রেন্ডলি'। মা শুভশ্রীকে এড়িয়ে পুরো স্পটলাইট যেন একেবারে যুবানের উপর। আর মা-ছেলের এরকম আদরমাখা এক ছবি শেয়ার করেই রাজ লিখলেন, "তোমাদের দুজনকে একঝলক দেখতে পারলেই আমার সারাটা দিন ভাল যায়। অনেক ভালবাসা তোমাদের।"
রাজ-শুভশ্রীর সন্তান যে বর্তমানে পেজ থ্রি'র পাতা ভালই মাতাচ্ছেন, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।