/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/raj1.jpg)
Raj Son yuvaan- ছেলেকে ছেড়ে কাজে রাজ-শুভ/ ছবি-ইনস্টা
Film Babli shooting: ছেলেকে একা রেখে গিয়েছেন কেন? রাজ-শুভশ্রী ( Raj Chakraborty - Shubhashree Ganguly ) এ কেমন অভিভাবক! এই নিয়েই প্রশ্ন নেটপাড়ার। কিন্তু কেন? মা বাবাকে একসঙ্গে বিঁধছেন সকলে।
রাজ শুভশ্রী কাজ করবেন একসঙ্গে। পরিণীতা ছবির পর, তারা ফের একসঙ্গে কাজ করছেন। পরিচালক রাজ এমনিও বেশ স্ট্রিক্ট। আর, এবার নতুন কাজ শুরু করতেই উত্তরবঙ্গ পাড়ি দিয়েছেন তারা। সঙ্গী আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee ) এবং সৌরসেনি মৈত্র ( Sauraseni Mitra )। নিজেদের কাজের সূত্রেই ছেলেকে বাড়িতে রেখে গিয়েছেন তারা দুজনে।
কুয়াশা ঘেরা শহরের দিকে একদৃষ্টে তাকিয়ে ইউভান ( Yuvaan Chakraborty )। ছোট্ট ছেলেটিকে নিয়ে তারা মন খারাপ ব্যক্ত করলেন। স্বাভাবিক, ছেলেকে ছেড়ে এতদিন থাকা মোটেই সহজ কথা না। সেকারণেই শুভশ্রী ছবি শেয়ার করে লিখলেন... "আমার যান তোমায় মিস করছি"। সেই পোস্টেই বাবা রাজের বক্তব্য, হ্যাঁ! আমিও তো।
আরও পড়ুন - ‘মফস্বলের ছেলেমেয়েরা অল্প সাফল্য পেলেই….’, বিস্ফোরক রাজ চক্রবর্তী
আর, তাঁর এই পোস্ট দেখেই নেটিজেনদের অভিজ্ঞ মতামত শুরু। তারা বলতে শুরু করলেন, কী করে এটুকু ছেলেকে রেখে যান? আবার কেউ বললেন, পারেন কী করে ছেলে মেয়েকে ছেড়ে থাকতে? আবার কেউ বললেন, ছেলে তো তাও বড় হয়ে গিয়েছে কিন্তু, মেয়ে! সে তো একদম ছোট! তাঁকে রেখে গেলেন কী করে?
আরও পড়ুন - Porimoni: কলকাতার হাসপাতালে ভর্তি রাজ্য, আর শুটিংয়ে শরিফুল, একই শহরে বাবা-ছেলে তাও কেন দূরত্ব?
উল্লেখ্য, কিছুদিন আগেই মেয়ের বাবা মা হয়েছেন তাঁরা। মেয়েকে সকলের আড়ালেই রেখেছেন আপাতত। তাদের বেশিরভাগের এখন একটাই প্রশ্ন, মেয়েকে কবে দেখাবেন? বাবলির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। নিজেকে ডুবিয়ে রেখেছেন কাজে।